বন্দুক ও কার্তুজ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে মহাবীর কোলিয়ারিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেখানে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর একটি দোনলা বন্দুক ও চারটি কার্তুজ ছিনতাই করে পালায় তারা। সম্প্রতি এই ঘটনায় জড়িত অভিযোগে চঞ্চল মণ্ডল নামে এক ব্যক্তিকে ধরে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে রানিগঞ্জের একটি গোপন ডেরা থেকে মঙ্গলবার ওই বন্দুক ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।
|
দুর্গাপুরে মিলল তরুণীর দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক বধূর দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ফরিদপুর (লাউদোহা) থানার ফুলবনি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম প্রিয়া রুইদাস (২৮)। তাঁর বাপের বাড়ি দুর্গাপুরের আমরাই এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে তাঁর স্বামী শান্ত রুইদাসকে।
|
মিড-ডে মিল নিয়ে ক্ষোভ রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মিড ডে মিলে সব্জি নেই, প্রতিদিনই খিচুরি ও ডিম খাওয়ানো হচ্ছে, এই অভিযোগে সিহারশোল উপর বাউড়িপাড়া অঙ্গনওয়ারি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। রানিগঞ্জের সিডিপিও জানান, বরাদ্দ অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে।
|
জলসঙ্কট, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পানীয় জলের সঙ্কট মেটানো ও নিকাশির উন্নতির দাবিতে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকার বাসিন্দারা। মেয়র ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
|
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মহম্মদ শামিম নামে এক ব্যক্তিকে ধরেছে আসানসোল ডিভিশনের আরপিএফ। ওয়েস্ট ইয়ার্ড এলাকা থেকে তাকে ধরা হয়। |