কোহলিদের কোচ ডানকান ফ্লেচার, যাঁকে সচরাচর হাসতে দেখা যায় না, তিনিও এই সফরে এসেছেন ফুরফুরে মেজাজে। হয়তো সিরিজটা তাঁর নিজের দেশে বলেই। ফ্লেচারও এ দিন কোহলির সুরে সুর মিলিয়ে বলে দিয়েছেন, “গত দু’মাস শারীরিক এবং মানসিক ভাবে খুব কঠিন ছিল। তুলনায় এই সফর অনেকটা হাল্কা হবে। আমি নিশ্চিত সমর্থকেরা এই সিরিজটা উপভোগ করবেন।”
কোচ-ক্যাপ্টেনের খোশমেজাজে থাকার কারণ পরিসংখ্যান ঘাঁটলেই পাওয়া যাবে। এক দিকে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, যারা শেষ এক ডজন ম্যাচের মধ্যে জিতেছে দশটায়। সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজে নাটকীয় ভাবে ত্রিদেশীয় সিরিজ জয়। উল্টো দিকে জিম্বাবোয়ে এখন আইসিসি-র ওয়ান ডে তালিকায় দশ নম্বরে। তারা শেষ ওয়ান ডে খেলেছে প্রায় তিন মাস আগে।
বুধবারের ম্যাচের আগে ভারতীয় শিবির যতটা ফুরফুরে, ততটাই যেন প্রতিজ্ঞাবদ্ধ জিম্বাবোয়ে। ভারতীয় টিমে সিনিয়রদের অনুপস্থিতির সুযোগ নিতে মরিয়া তারা। মে মাসে যিনি জিম্বাবোয়ের কোচ হয়ে এসেছেন, ফ্লেচারের স্বদেশীয় সেই অ্যান্ডি ওয়ালার যেমন বলছেন, “আমরা প্রথম থেকেই এমন ভাবে প্রস্তুতি নিয়েছি যাতে কোনও একটা ম্যাচে ভারতকে চমকে দেওয়া যায়।” |