টুকরো খবর |
গড়া হল ওয়ার্ডের নজরদারি কমিটি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছে মেদিনীপুরে। সেই সঙ্গে ফুরিয়েছে ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ। এ দিকে, ওয়ার্ড কমিটি না থাকলে সমস্যায় পড়েন স্থানীয় মানুষ। কারণ, মেয়াদ ফুরনোর পর আর এক মুহূর্ত পুরসভার কাজকর্মের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারেন না বিদায়ী বোর্ডের সদস্যরা। তাঁদের আর কোনও শংসাপত্রে সই করার ক্ষমতা থাকে না। পরিস্থিতি দেখে শহরের সব ক’টি ওয়ার্ডের জন্য ‘ওয়ার্ড মনিটরিং কমিটি’ গড়া হল মেদিনীপুরে। পুরবোর্ডের মেয়াদ ফুরনোর পর প্রশাসক হিসেবে পুরসভার দায়িত্ব নিয়েছেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। তাঁর উপস্থিতিতে এক বৈঠকে এই কমিটি গড়া হয়েছে। মেদিনীপুরে মোট ২৪টি ওয়ার্ড। ওয়ার্ড মনিটরিং কমিটিগুলোর সদস্য সংখ্যা ৪। এতে থাকছেন স্যানেটারি ইন্সপেক্টর, লেবার সুপারভাইজার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ট্যাক্স কালেক্টর। এই কমিটিই এখন শংসাপত্র দেবে। প্রশাসনের আশা, ওয়ার্ড মনিটরিং কমিটি থাকলে সমস্যা কিছুটা মিটবে।
|
গ্রন্থাগারে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দীর্ঘ ৩৪ বছর পর সবংয়ের মোহাড় সৃজনী পাঠাগারের পরিচালন সমিতির দখল নিল তৃণমূল। মঙ্গলবার ছিল পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচন। বিরোধী কংগ্রেস বা সিপিএম কেউই অবশ্য নির্বাচনে যোগ দেয়নি। ফলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের সবং ব্লকের সভাপতি প্রভাত মাইতি বলেন, “আমরা জিতেছি। এ বার পাঠাগারের উন্নয়নে পদক্ষেপ করব।” ১৯৬০ সালে স্থানীয় মানুষের উদ্যোগেই এই পাঠাগার তৈরি হয়। পরে অবশ্য গ্রামীণ পাঠাগার হিসাবে সরকার এর দায়িত্ব নেয়। এই পাঠাগার ঘিরে এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে।
|
দুর্গতদের পাশে
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল পড়ুয়ারা। দাঁতনের তিনটি বিদ্যালয় দাঁতন হাইস্কুল, ভাগবতচরণ হাইস্কুল, বীনাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট তিনটি বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। |
|