পঞ্চায়েত ভোটের শেষ পর্বের প্রচারের জন্য উত্তরবঙ্গে এসে বেহাল জাতীয় সড়ক, গঙ্গা ভাঙন থেকে নানা প্রসঙ্গ টেনে কংগ্রেসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের মাথাভাঙা কলেজ ময়দানে দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “আগেও বলেছি দু-চারটে জাতীয় সড়কের অবস্থা খারাপ। জানি না কেন্দ্র সেগুলি কেন সারাচ্ছে না? ওরা না পারলে দায়িত্ব আমাদের ছেড়ে দিন।” তাঁর হুঁশিয়ারি, “এবার না হলে রবিদের (তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ) আন্দোলন করতে বলব।” পাশাপাশি, গঙ্গার ভাঙন রোঝ না হলে ‘তৃণমূল জবাব দাও’ বলে যে স্লোগান উঠছে তারও সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, “ওটা কেন্দ্রের কাজ।” |
কোচবিহারের পথে ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয়। —নিজস্ব চিত্র। |
এ দিন সভায় কোচবিহার লাগোয়া অসমের কংগ্রেসশাসিত সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, “অসমের কংগ্রেস সরকারকে বলছি, আপনারা বন্দুক দিয়ে গুন্ডাদের এ রাজ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। কোনও রাজনৈতিক খেলা খেলবেন না। মনে রাখবেন রাজ্যটা কিন্তু আমাদের। মনে রাখবেন, নির্বাচন কিন্তু আপনাদের রাজ্যেও হবে। আপনাদের দাঙ্গার সময় আমরা অনেক সাহায্য করেছি। আপনারা করবেন না?”
এর পরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, অতীতে অসম থেকে শিলিগুড়িতে কোবরা বাহিনী ঢোকানো হয়। সম্প্রতি অসমের কয়েকটি এলাকায় ঘাঁটি গেড়ে কেএলও ফের সক্রিয় হচ্ছে বলে গোয়েন্দাদের সন্দেহ। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বন্দি মুক্তি আন্দোলনের পর কেএলওদের ছেড়ে দিয়েছিলাম। শোধরানোর সুযোগ দিয়েছিলাম। এখন ওরা আবার বন্দুক নিয়ে ঘুরছে। বন্দুক কেড়ে নেব। এবার ঢোকালে আর ছাড়ব না।” |