ছুটির দিনগুলিতে মজুরি দেওয়ার দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অস্থায়ী কর্মীরা। সোমবার কলেজের অস্থায়ী কর্মীদের তরফে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে ওই দাবি জানানো হয়েছে। কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মিলিয়ে ১৪ জন অস্থায়ী কর্মী রয়েছেন। কলেজ খোলা থাকলে তৃতীয় শ্রেণির অস্থায়ী কর্মীরা দিন প্রতি ২৩৪ টাকা ও চতুর্থ শ্রেণির কর্মীরা ২২৩ টাকা মজুরি পান। উত্তর দিনাজপুরে পঞ্চায়েত ভোট পরিচালনা ও নিরাপত্তারক্ষীদের রাখতে ২০ জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য কলেজটি দখলে নিয়েছে জেলা প্রশাসন। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে দিয়েছেন। অস্থায়ী কর্মীদের তরফে সমীর মোদক ও বিজয় দাস বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটির দিনগুলিতেও মজুরির দাবি করেছি। তাতে লাভ হয়নি। পঞ্চায়েত ভোটের জন্য অনির্দিষ্ট কালের জন্য কলেজ ছুটি ঘোষণা করা হয়। অবিলম্বে ছুটির দিনগুলিতে মজুরি দেওয়ার ব্যবস্থা না করলে সপরিবার অর্ধাহারে কাটাতে হবে।” তাঁরা জানান, গত শনিবার এই দাবিতে অস্থায়ী কর্মীরা কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন। অবিলম্বে দাবি পূরণ না হলে কলেজ খোলার পর অস্থায়ী কর্মীরা কলেজ চত্বরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় জানান, অস্থায়ীদের দাবি কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে।
|
সিতাইয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় কোচবিহারের ফব সাংসদ নৃপেন রায়-সহ ৬৪ জন বাম নেতা কর্মীর নামে খুনের মামলা রুজু করল পুলিশ। নৃপেনবাবু ছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন ফব-র সিতাই লোকাল সম্পাদক আবদুল্লা প্রামাণিক, সিপিএম নেতা কানু পাটোয়ারি প্রমুখ। রবিবার রাতে সিতাই থানার কোনাচামটায় দুষ্কৃতীদের হামলায় শামসুল হক (৪৫) নামে তৃণমূল কর্মী খুন হন। সিতাই পঞ্চায়েত সমিতির ফব প্রার্থী নুরুল হক-সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দলের নেতাদের উস্কানিতে নৃপেন রায় ওই খুনের ছক কষেন।” অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
নির্বাচন কমিশনকে মালদহের পাঁচটি বুথে পুনর্নির্বাচন করার প্রস্তাব দিল জেলা প্রশাসন। এর মধ্যে হরিশ্চন্দ্রপুরের দু’টি, কালিয়াচক ২ ব্লকের দু’টি এবং মানিকচকের একটি বুথ রয়েছে। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “বুথ দখলের অভিযোগ পেয়েই ওই প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা হবে।” |