টুকরো খবর
ব্লক অফিসে তৃণমূলের অবস্থান
দাসপুর ২ ব্লকের বিডিও অফিসের সামনে তৃণমূলের অবস্থান
সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার ও পুলিশি নিস্ক্রিয়তার প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সোমবার দাসপুর ২ ব্লকের বিডিও অফিসের সামনে মঞ্চ তৈরি করে বিক্ষোভে সামিল হয় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে ও পরে দলের নেতা কর্মীদের মারধর ও হুমকী দিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে সিপিএম। তৃণমূলের ব্লক সভাপতি তপন দত্তের অভিযোগ, “পুলিশ দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” যদিও সিপিএমের দাসপুর ২ জোনাল কমিটির সম্পাদক ললিতকুমার শী বলেন, “অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলই আমাদের কর্মীদের মারধর করে পুলিশে মিথ্যে অভিযোগ দায়ের করেছে।” ললিতবাবুর পাল্টা অভিযোগ, “ভোট গণনার আগে প্রশাসনকে চাপে রাখতে তৃণমূল এই কৌশল নিয়েছে। আমরা মঙ্গলবার দলের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেব।” দাসপুর ২ ব্লকের সাহাচক, উত্তরবাড়, দক্ষিণবাড়, বরুনা, মির্জামারি পাড়া, জোতকানুরামগড় সহ বিভিন্ন এলাকায় সিপিএম সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূল সূত্রে খবর, ওই ঘটনায় থানায় মোট ১৫টি মামলা দায়ের হয়েছে। সিপিএমের গোপীগঞ্জের উত্তরবাড়ের শাখা সম্পাদক হাসিনুর রহমান সহ মোট ৩০ জনের নামে থানায় মামলা করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৪টি মামলা হয়েছে। একজনের নামই একাধিকবার রয়েছে। দাসপুর থানার ওসি ননিগোপাল দত্ত বলেন, “অভিযুক্তরা এলাকা ছাড়া। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

ডিএম-এসপির দ্বারস্থ বামফ্রন্ট
গণনার দিন এবং তার পরবর্তী সময়ে জেলা জুড়ে তৃণমূলের লোকজন অশান্তি করতে পারে। সেই আশঙ্কা থেকে জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল জেলা বামফ্রন্ট। ছিলেন সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি সুকুমার ভুঁইয়া, আরএসপির জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য প্রমুখ। ফ্রন্টের অভিযোগ, নির্বাচনের আগেই থেকেই জেলায় ধারাবাহিক সন্ত্রাস চলছে। দলীয় কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। নির্বাচনের দিনও ব্যাপক ভাবে বুথ দখল করে ছাপ্পা ভোট করা হয়েছে। অনেক বুথে পোলিং অফিসাররা ছাপ্পা মারতে সহযোগিতা করেছেন! স্মারকলিপির মাধ্যমে এ দিন নির্দিষ্ট কিছু দাবি জানানো হয়। যেমন, গণনার দিন কাউন্টিং হলে অতিরিক্ত একজনও যাতে না ঢুকতে পারেন, তার ব্যবস্থা সুনিশ্চিৎ করতে হবে। এজেন্টদের নিরাপত্তা দিতে হবে। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে প্রভৃতি। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা বলেন, “নির্বাচনের পরও বিভিন্ন এলাকায় সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ আতঙ্কিত। সেই দাবিতে আমরা জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি।”

সড়ক দুর্ঘটনায় মৃত ট্রাকচালক
গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ট্যাঙ্কার চালকের। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল তিনটেয় কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়াগামী ওই ট্যাঙ্কারের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত হন ট্যাঙ্কার চালক-সহ ট্রাক চালক ও দুই গাড়ির খালাসিরা। তাঁদেরকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসার সময় পথেই ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। পুলিশ ট্রাক দুটিকে আটক করেছে। অন্য দিকে, ওই থানা এলাকারই দেউলিয়া বাজারের কাছে এক ট্যাক্সির ধাক্কায় এক একাদশ শ্রেণির স্কুল ছাত্র সন্দীপ মাইতি গুরুতর আহত হয়। সন্দীপ দেউলিয়া হীরারাম হাইস্কুলের ছাত্র। তাঁকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কাঁথিতে নতুন কারিগরি কলেজ
পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় (ডব্লুবিটিইউ) অনুমোদিত ‘কাঁথি কলেজ অফ লার্নিং অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স’-এর উদ্বোধন হল সোমবার। কাঁথি শহরে কলেজের উদ্বোধন করেন কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস। কাঙালবাবু বলেন, “এই কলেজের মাধ্যমে মফস্সলের ছেলেমেয়েরা বাড়িতে থেকেই কম্পিউটার নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করতে পারবে।” এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা কলেজের অধ্যক্ষ দীপক তামিলী, অধ্যাপক ভুটানচন্দ্র ঘোষ। কলেজের অধিকর্তা নৃপেনকান্তি রানা জানান, কলেজে ৬০জন ছাত্রছাত্রীর ‘কম্পিউটার অ্যাপ্লিকেশন’ বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

সমুদ্রে তলিয়ে গেল কিশোরী
সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোরী। রবিবার দিঘার সমুদ্রে পরিবারের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। নাম সোনিয়া ভোগী (১২)। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলের কেওটিয়ায়। শনিবার পরিবারের সঙ্গে দিঘায় আসে সোনিয়া। এ দিন স্নান করতে নেমে সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যায় সে। কয়েক ঘণ্টা পর সোনিয়ার দেহ ভেসে ওঠে। দিঘা থানার পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।

বজ্রাঘাতে মৃত দম্পতি
বজ্রাঘাতে মৃত্যু হল এক দম্পতির। ভূপতিনগর থানার কোটমুখা গ্রামে সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান জামশেদ আলি শেখ (৪৫) ও তাঁর স্ত্রী জাহানারা বিবি (৩৮)। ইটাবেড়িয়া পঞ্চায়েতের কোটমুখা গ্রামের বাসিন্দা ছিলেন এই দম্পতি।

বই প্রকাশ
প্রাবন্ধিক পরিতোষ মাইতির ‘মা মহামায়া ও বৃহন্নলা সমাজ’ নামে প্রবন্ধের আনুষ্ঠানিক প্রকাশ হল সোমবার। কর্ণগড়ের মহামায়া মন্দিরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশক ‘জ্বলদর্চি’। প্রবন্ধগুলিতে মহামায়াকে ঘিরে বৃহন্নলা সমাজের ভাবাবেগ তুলে ধরেছেন প্রাবন্ধিক পরিতোষবাবু।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.