|
|
|
|
ছপরা-কাণ্ডের পর নতুন নির্দেশ প্রাথমিক বিদ্যালয় সংসদের |
মিড ডে মিলের মান খতিয়ে দেখবেন পরিদর্শক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল পরিদর্শকদের প্রতি স্কুলে গিয়ে মিড ডে মিল ব্যবস্থা পরিদর্শেনের নির্দেশ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু। সোমবার স্কুল পরিদর্শকদের নিয়ে সংসদে এক সভা হয়। সেখানে ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) উত্তম ত্রিপাঠি-সহ সংসদের পদস্থ আধিকারিকেরা। সেখানেই এই নির্দেশ দেন চেয়ারম্যান। বৈঠক শেষে তিনি বলেন, “বিহারের ছপরায় একটা ঘটনা ঘটে গিয়েছে। এমন ঘটনা এড়াতেই প্রতি স্কুলে পরিদর্শন হবে। কী ভাবে মিড ডে মিল চলছে, কেমন রান্না হয়, রান্না করা খাবারের মান কেমন, সবই খতিয়ে দেখা হবে।” সংসদ সূত্রে খবর, আগামী দু’মাসের মধ্যে সব স্কুল পরিদর্শনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে রিপোর্ট পৌঁছতে হবে সংসদে। পরবর্তীকালে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে সংসদ।
বিহারের ছপরায় সম্প্রতি মিড ডে মিল খেয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুমৃত্যু নিয়ে চাপানউতোরও চলছে। এই পরিস্থিতি আগাম সতর্কতা নিচ্ছে প্রাথমিক সংসদ। পশ্চিম মেদিনীপুরে মোট ৪ হাজার ৬৮২টি প্রাথমিক স্কুল রয়েছে। সার্কেলের সংখ্যা ৬৯। সোমবার সব অবর বিদ্যালয় পরিদর্শককেই বৈঠকে ডাকা হয়েছিল। এই জেলাতেও বেশ কয়েকবার মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছে শিশুরা। এ জন্য নানা কারণ দায়ী। সতর্কতার অভাবে রান্না করার সময় খাবারে পোকামাকড় পড়ে যায়। কিছু ক্ষেত্রে আবার নিম্নমানের উপকরণ দিয়ে খাবার তৈরি হয়। স্কুলে স্কুলে পরিদর্শন হলে এই সব প্রবণতা ঠেকানো যাবে বলে মনে করছে সংসদ।
স্কুল পরিদর্শকদের নিয়ে সংসদ অফিসে বৈঠক নতুন ঘটনা নয়। তবে, ছপরার ঘটনার প্রেক্ষিতে সোমবারের বৈঠকটি বাড়তি গুরুত্ব পেয়েছে। এ ক্ষেত্রে রাজ্য সরকারও কিছু নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, রান্না করা খাবার আগে স্কুলের প্রধান শিক্ষককে চেখে দেখতে হবে। তাঁর ঠিকঠাক মনে হলেই তা ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সংসদ সূত্রে খবর, আগেও এ ধরনের নির্দেশ ছিল, তবে তা মৌখিক। এ বার লিখিত নির্দেশ এসেছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন, “সরকারি নির্দেশ পেয়েছি। তা সব স্কুলকে জানানো হয়েছে। মিড ডে মিল রান্না করার সময় স্বসহায়ক দলের সদস্যদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতার ভাবেই অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সকলে সতর্ক থাকলে ছপরার মতো ঘটনা কখনও ঘটবে না। ”
জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের ৬৯টি সার্কেল রয়েছে। নিয়মানুযায়ী, প্রতিটি সার্কেলে একজন করে ইন্সপেক্টর থাকার কথা। কিন্তু, সার্কেল ইন্সপেক্টর রয়েছেন ৩৮ জন। ফলে এক-একজন অবর বিদ্যালয় পরিদর্শকে একাধিক সার্কেলের কাজকর্ম দেখতে হয়। সহকারী বিদ্যালয় পরিদর্শকের কিছু পদও শূন্য। পরিস্থিতি দেখে এক-একজন অবর বিদ্যালয় পরিদর্শককে দিনে অন্তত ৩-৪টি স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আর সরকারি বিদ্যালয় পরিদর্শকদেরও কাজের দিনে অন্তত একটি করে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’মাসের মধ্যে সব স্কুলে পরিদর্শন শেষ করতে হবে বলে বৈঠকে নির্দেশ দিয়েছেন সংসদ চেয়ারম্যান।
|
পুরনো খবর: মিড ডে মিলে মৃত্যুমিছিল ছপরায়, বলি ১১ শিশু |
|
|
|
|
|