টুকরো খবর |
প্রধান শিক্ষিকাকে গ্রেফতারে পরোয়ানা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ছপরায় বিষাক্ত মিড-ডে মিল খেয়ে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। আজ এ কথা জানান জেলার পুলিশ সুপার সুজিত কুমার। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ছপরার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্ত ওই দম্পতির সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি দাখিল করা হবে। ১৬ জুলাই ধর্মসতীর প্রাথমিক স্কুলে মিড-ডে মিল খেয়ে ২৩ জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক ওই ঘটনার পরই প্রধান শিক্ষিকা মীনাদেবী এবং তাঁর স্বামী অর্জুন রাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতদের পরিজনরা। পরিস্থিতি টের পেয়ে গা-ঢাকা দেন দু’জনেই। অভিযুক্তদের হদিশ পেতেই আদালতে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন নিয়ে যাচ্ছে পুলিশ। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্তকারীদের যুক্তি, বাড়িঘর বেদখল হয়ে যাওয়ার ভয়ে আত্মসমর্পণ করতে পারে পলাতকরা। আজই পটনায় এ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন দলীয় নেতা-সমর্থকেরা। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। কংগ্রেসের বক্তব্য, আগে থেকে বলা স্বত্ত্বেও মিড-ডে মিল নিয়ে প্রশাসন সতর্ক হয়নি প্রশাসন। |
দল পাশে নেই শাকিলের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সাম্প্রদায়িকতা নিয়ে বিতর্কে দলীয় মুখপাত্র শাকিল আহমেদের পাশে দাঁড়াল না কংগ্রেস। গুজরাতে গোধরা-পরবর্তী দাঙ্গার পরে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের জন্ম হয়েছিল বলে রবিবার মন্তব্য করেছিলেন শাকিল। এই ধরনের সংগঠন বিজেপি ও আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির ফসল বলে দাবি করেন তিনি। শাকিলের মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি ও আরএসএস। শাকিল জঙ্গিদের মুখপাত্রের মতো কথা বলছেন বলেও দাবি করেছে তারা। কংগ্রেসের মুখপাত্র রেণুকা চৌধুরি বলেন,“শাকিলের মন্তব্য এখনও আমাদের দলের অবস্থান নয়।”
|
পুরনো খবর: সাম্প্রদায়িকতা নিয়ে শাকিলের মন্তব্যে বিতর্ক |
অনিল-টিনাকে নির্দেশ আজ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
টুজি মামলায় অনিল ও টিনা অম্বানীকে সাক্ষ্য দিতে হবে কি না তা নিয়ে মঙ্গলবার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। টুজি মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে অনিলের সংস্থা রিলায়্যান্স টেলিকমিউনিকেশনস। এখন জামিনে রয়েছেন সংস্থার তিন কর্তা। রিলায়্যান্সের ভূমিকা আরও স্পষ্ট করতে অনিল ও টিনার সাক্ষ্য প্রয়োজন বলে দাবি করেছে সিবিআই। ২৬ জুলাই অনিল-টিনাকে হাজির হতে নির্দেশ দেন বিশেষ সিবিআই বিচারক ও পি সাইনি। সোমবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানায় রিলায়্যান্স টেলিকমিউনিকেশনস। সংস্থার কৌঁসুলি মুকুল রোহতাগি বলেন, “টুজি কাণ্ডের বিচার প্রায় শেষ। এখন অনিল ও টিনা অম্বানীর সাক্ষ্যে লাভ হবে না।”
|
পুরনো খবর: মুকেশের পরে অনিলের সঙ্গেও কথা মন্টেকের |
গাড়িতে গণধর্ষণ ছাত্রীকে
নিজস্ব সংবাদদাতা • মেরঠ |
অপহরণ করে চলন্ত গাড়িতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। গণধর্ষণের পর একটি বাড়িতে নিয়ে গিয়ে ফের তাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। এর পর মেয়েটিকে একটি মলের সামনে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। শনিবার উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। মেয়েটির পরিবারের অভিযোগ, এই ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হলে মেয়েটির ভাইকে খুন করার হুমকিও দিয়েছে অভিযুক্তরা। চার অভিযুক্তই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। |
সুষমার বিমানের জরুরি অবতরণ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিমানে করে দিল্লি থেকে উজ্জয়িনী যাচ্ছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে অন্য একটি বিমানে সুষমা ইনদওর উড়ে যান। সেখান থেকেই সম্ভবত তিনি উজ্জয়িনী যাবেন। সুষমা জানিয়েছেন, বিমানটির ডান দিকের ইঞ্জিন বিগড়ে গিয়েছিল। তবে চিন্তার কিছু নেই, তিনি ভাল আছেন। |
মৃতার নামে এফআইআর
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
মুম্বইয়ে রাস্তার গর্ত এড়িয়ে যাওয়ার সময়ে স্কুটার থেকে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। কিন্তু, সেই মহিলার নামেই এফআইআর করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, ওই মহিলা হেলমেট পরেননি। নিজের দোষেই তিনি মারা গিয়েছেন। তাই তাঁর নামে অবহেলার ফলে মৃত্যু ঘটানোর অভিযোগ করা হয়েছে। |
সজ্জনকে নোটিস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমার-সহ ছ’জনকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালত সজ্জন কুমারকে মুক্তি দিয়েছিল। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। মামলার পরবর্তী শুনানি ২৭ অগস্ট। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত চিত্রনির্মাতা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দক্ষিণ দিল্লির একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আনন্দ ভাস্কর মোরলা নামে এক চিত্রনির্মাতার। শনিবার একটি দোকানের সামনে শীতাতপ যন্ত্রের খোলা দরজা থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে তাঁর গাড়ির দরজায়। দরজায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। |
শিশু-ধর্ষণ, ধৃত অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ফের শিশু-ধর্ষণের ঘটনা! আজ জামশেদপুর লাগোয়া, সরাইকেলা-খরসোঁয়া জেলার ট্রান্সপোর্ট কলোনিতে পাঁচ বছরের এক শিশুকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় বছর চল্লিশের এক ব্যক্তি। পুলিশ সুপার ইন্দ্রজিৎ মোহাতা জানান, “মেয়ের কান্না শুনে শিশুটির মা এই ব্যক্তিকে ধরে ফেলে। জড়ো হয় প্রতিবেশীরাও। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।” |
বন্ধ সেতুর কাজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্থানীয় সংগঠনের ‘জুলুমে’র প্রতিবাদে অরুণাচলে দিবাং নদীতে সেতু তৈরির কাজ বন্ধ করে দিল সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা। হায়দরাবাদের ওই সংস্থার কর্তৃপক্ষের অভিযোগ, গত রাতে এলাকার একটি সংগঠনের নেতারা নামনি দিবাং উপত্যকায় তাদের অফিসে হামলা চালায়। অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত হন কর্মীরা। এরপরই সাড়ে ৭০০ কোটি টাকার ওই প্রকল্পের কাজ অনির্দিষ্টকাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। |
কাশ্মীরে ভূকম্প
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
জম্মু-কাশ্মীরের ভাদেরওয়া উপত্যকা ও ডোডা-খিস্তওয়ার এলাকায় সোমবার মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। |
|