টুকরো খবর
ফের ‘শ্লীলতাহানি’, গ্রেফতার ১
লেকের পরে তপসিয়া। ফরাসি তরুণীর পরে শহরে ফের আর এক তরুণীর উদ্দেশে কটূক্তি, অভব্য আচরণ ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তাঁর সঙ্গী যুবককে মারধরের অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে তপসিয়া থানার গোবিন্দ খটিক রোড ও পার্ক সাকার্স কানেক্টরের মোড়ে। আহত যুবকের নাম শুভেন্দু মিস্ত্রি। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মিঠুন বর্ধনের বাড়ি তপসিয়া থানা এলাকার লোকনাথ ঘোষ গার্ডেন লেনে। পুলিশ জানায়, বাগুইআটির বাসিন্দা ওই তরুণী এবং ওই যুবক তপসিয়া রোড সাউথে একটি বেসরকারি অফিসে কাজ করেন। ওই দিন সকালে সহকর্মী ওই তরুণীর সঙ্গে গোবিন্দ খটিক রোড ও পার্ক সার্কাস কানেক্টরের মোড়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু। অভিযোগ, ওই সময়ে এক যুবক ওই তরুণীর উদ্দেশে কটূক্তি করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। ওই তরুণী এবং শুভেন্দু এই ঘটনার প্রতিবাদ করেন। এর পরেই মিঠুন নামে ওই যুবক শুভেন্দুর ওপর চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, শুভেন্দুকে রাস্তায় ফেলে মারধর করে মিঠুন। পুলিশ জানায়, তরুণীর চিত্‌কারে এলাকার লোকজন ছুটে এসে মিঠুনকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় সামনের পুলিশ কিয়স্কে। পুলিশ এসে তিন জনকেই থানায় নিয়ে যায়। থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী ও তাঁর সঙ্গী। আহত শুভেন্দুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর আঘাত গুরুতর নয়। এ বিষয়ে সোমবার শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।

শহরে দু’টি দুর্ঘটনা, মৃত ২
ঘটন: শহরে দুই দুর্ঘটনায় এক পুলিশকর্মী-সহ দু’জনের মৃত্যু।—নিজস্ব চিত্র।
এক ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি দুর্ঘটনায় সোমবার দুপুরে কলকাতা পুলিশের এক কর্মী এবং পথচারী এক মহিলার মৃত্যু হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে শেক্সপিয়র সরণি থানা এলাকায় এজেসি বসু রোড এবং লর্ড সিন্‌হা রোডের মোড়ে। পুলিশ জানায়, ২১/১ রুটের বেসরকারি একটি বাস শীলা সাহা (৫৩) নামে এক মহিলাকে ধাক্কা মারে। বৈষ্ণবঘাটা স্ট্রিটের বাসিন্দা ওই মহিলাকে ট্রাফিক পুলিশের কর্মীরা এসএসকেএমে নিয়ে যান। সেখানে মৃত ঘোষণা করা হয় তাঁকে। পরের দুর্ঘটনাটি ঘটে এ দিন দুপুর আড়াইটে নাগাদ তারাতলা রোডের নেচার পার্কের কাছে। পুলিশ জানায়, কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের গাড়িচালক প্রদীপকুমার ঘোষ (৫৯) গোপালনগরের পুলিশকর্মীদের নামাতে যাচ্ছিলেন। নেচার পার্কের কাছে যানজট দেখে তিনি নেমে পড়েন। কী কারণে যানজট, তা দেখতে তারাতলা রোড ধরে এগোচ্ছিলেন তিনি। একটি ট্রেলার তাঁকে ধাক্কা মেরে পালায়। সহকর্মীরাই প্রদীপবাবুকে পিজিতে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আজ পার্ট থ্রি জেনারেলের ফল
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি জেনারেল পরীক্ষার ফল আজ, মঙ্গলবার প্রকাশিত হবে। আজই বেলা ৩টে থেকে কলেজের প্রতিনিধিদের হাতে গেজেট ও মার্কশিট দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী সোমবার জানান, পরীক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল http://www.wbresults.nic.in এবং http://www.exametc.com। এসএমএস করে ফল জানার জন্য CUUG-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২ বা ৫৬৯৬৯ নম্বরে।

পুলিশি হেফাজত
যোধপুর পার্কে ফরাসি তরুণীকে শ্লীলতাহানি ও তাঁর সঙ্গী ফরাসি যুবককে মারধরের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে আরও তিন দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিল আলিপুর আদালত। সোমবার ওই তিন জনকে আলিপুর আদালতে তোলা হলে ওই নির্দেশ দেওয়া হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর মধ্যে এক অভিযুক্ত কমল নস্কর জামিনে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই আদালতে তার জামিন খারিজের আবেদন করেছে পুলিশ।

পুরনো খবর:

হার ছিনতাই
বালিগঞ্জ প্লেসে সোমবার রাতে এক বৃদ্ধার হার ছিনতাই করে পালিয়েছে তিন দুষ্কৃতী। পুলিশ জানায়, মায়া দাস নামে ওই বৃদ্ধা নাতনিকে নাচের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তিন যুবক পিছন থেকে তাঁর গলার হার ছিনিয়ে নেয়। বৃদ্ধার নাতনি চিৎকার করে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে চড়থাপ্পড় মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়।

স্টেশনে প্রসব
হায়দরাবাদের ট্রেন ধরার জন্য সোমবার রাতে স্বামীর সঙ্গে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা রুকসানা খাতুন। সেখানেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। স্টেশন সূত্রের খবর, প্রসববেদনা ওঠায় আরপিএফ তাঁকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। চিকিৎসক ও আয়াকে খবর দেওয়া হয়। মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.