ছাপ্পা দেওয়ার নালিশ, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে রবিবার গভীর রাতে তিন জনকে গ্রেফতার করল রায়না থানার পুলিশ। মেড়াল গ্রামের ১৩০/১ বুথে ছাপ্পা ভোট দেবার অভিযোগে নিমাই মল্লিক, সুশান্ত সোম ও ইসলাম মল্লিককে স্থানীয় বিদ্যানডি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। গত ১৭ জুন রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই তিন জনের বিরুদ্ধে রায়না থানায় মামলা করা হয়েছিল। গত ১৫ জুলাই বর্ধমান গ্রামীণ এলাকায় ২০টি বুথে নানা গোলমালের ঘটনায় মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ধৃতদের মধ্যে অন্তত ৬ জন করে সিপিএম ও তৃণমূল সমর্থক এবং ৩ জন কংগ্রেস সমর্থক বলে জেলা পুলিশ সূত্রের খবর। যদিও তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই ধৃতদের সঙ্গে তাদের রাজনৈতিক সংস্রবের কথা অস্বীকার করা হয়েছে।
|
পুলিশকর্মীর বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক পুলিশকর্মীর বাড়ির গ্রিল ভেঙে গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। সোমবার কালনা ২ ব্লকের বাদলা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, দয়ালহরি দে নামে ওই ব্যক্তি চুঁচুড়া পুলিশ লাইনে কর্মরত। ওঁর ছেলে সঞ্জয় দে-র অভিযোগ, রাতে বাড়ির দোতলার একটি ঘরে তিনি আর তাঁর মা ঘুমোচ্ছিলেন। তখনই বাড়ির এক তলার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। আলমারি ভেঙে বেশ কিছু সোনা-রুপোর গয়না নিয়ে পালায় তারা। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গাড়ি আটক, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি চোরাই গাড়ি-সহ এক ব্যক্তিকে ধরল বর্ধমান পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে বর্ধমানের সদরঘাট কৃষক সেতুর কাছ থেকে শ্যামসুন্দর বেতাল নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তিনি গাড়িটি চালিয়ে খণ্ডঘোষের দিক থেকে সদরঘাটের দিকে আসছিলেন। তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
|
বিচ্ছিন্ন তিনটি ঘটনায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু হল। রবিবার গোঘাটের দামোদরপুরে মারা যান সুনীল কুড়েল (৩৭) নামে এক শ্রমিক। পাট কাটছিলেন তিনি। সোমবার আরামবাগের ধরমপোতায় বজ্রাঘাতে মারা যান শ্যামলকুমার পাল (৫২) নামে এক ট্র্যাক্টর চালক। একই সময়ে কাঁটাবনী গ্রামে চাষের কাজ করার সময়ে বজ্রাঘাতে মৃত্য হয় আবু বক্কারের (৩৬)। দেহগুলি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |