টুকরো খবর
বিমানের সভার মাইকের তার কাটার অভিযোগ
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর জনসভা চলাকালীন মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার কোচবিহারের সিতাইয়ের ভোলাচাতরা জুনিয়র হাইস্কুলের মাঠে বিকাল ৩টা নাগাদ ওই সভা ছিল। বিমানবাবুর অভিযোগ, “ভয় পেয়ে তৃণমূল মাইকের তার কেটে দিয়েছে। রাস্তায় লোকজন আটকে দিয়েছে।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “মিথ্যে অভিযোগ করছে বামেরা। সিতাইয়ে বাম জমানায় মানুষের উপর অত্যাচার ও দুর্নীতি হয়েছে। সেই জন্যেই মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে।’’ ৭ জুলাই সিতাইয়ে সভা করতে গিয়ে ফব নেতা হাফিজ আলম সাইরানি তৃণমূলের হামলার মুখে পড়েন বলে অভিযোগ। তার পরেই সিতাইয়ের সভা করার সিদ্ধান্ত নেন বিমানবাবু। সেই সভার মাইকের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। প্রথমে তার কাটার পর পুলিশের উপস্থিতিতে তা ফের সচল করা হয়। পরে ফের বিমানবাবুর বক্তব্যের মাঝে এলাকায় মাইকের তার কাটা হয় বলে অভিযোগ।

মীরার পদত্যাগ চাইলেন মদন
রাজ্যে পঞ্চায়েত ভোট চলাকালীন খুন-সন্ত্রাসের জন্য রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান মীরা পাণ্ডেকে দায়ী করলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামপুরে নির্বাচনী সভায় তিনি বলেন, “প্রশাসন, পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী সবই তো এখন নির্বাচন কমিশনারের অধীন। তবে কেন রক্তাক্ত হচ্ছে রাজ্য? এর দায় নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের। তিনি মহম্মদ বিন তুঘলকের মতো আচরণ করছেন। আমরা চাই তিনি পুরভোটের আগেই পদত্যাগ করুন।” তবে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও হরিরামপুরে কংগ্রেসের নির্বাচনী সভায় পাল্টা বলেন, “মীরা পাণ্ডের পদটি সাংবিধানিক পদ। সেই পদটিকেই গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। পুলিশকে সঙ্গে নিয়ে রাজ্য নিজে যে পরিমাণ সন্ত্রাস করছে, তার দায় মীরা পাণ্ডের? এরকম ভূতের যুক্তি আমরা শুনতে অভ্যস্ত নই।” তবে ইসলামপুরের মাটিকুণ্ডা এলাকায় পুরমন্ত্রী ববি হাকিমের দাবি, “মীরা পাণ্ডে সিপিএমের তাঁবেদারি করছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.