সাত সকালে দেওর সমিউল ইসলামের মৃত্যু সংবাদ পেতেই বাড়ির টিভির সংযোগ খুলে দিয়েছিলেন জ্যোৎস্না বিবি। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কাছে ছোট ছেলের মৃত্যুর খবর চেপে যেতে চেয়েছিলেন তিনি। আবুতারার পার্থ সরকারের বৃদ্ধ বাবা বিজয়বাবুকেও শুধুমাত্র দুর্ঘটনার খবর দিয়েই ময়নাগুড়ির উদ্দেশে রওনা হন ছোট ভাই শুভময় সরকার। যদিও দেবীবাড়ির বাসিন্দা এএসআই গোপাল দে সরকার অথবা পিলখানার বাসিন্দা পেশায় গাড়ির চালক রহিদুল হোসেনের বাড়ির কান্নার শব্দে প্রতিবেশীদের ঘুম ভাঙে।
সমিউল ইসলাম, গোপাল দে সরকার, পার্থবাবু সকলে পুলিশকর্মী, রবিবার ভোর বেলায় কোচবিহার থেকে তাঁরা সকলেই একটি গাড়িতে করে জেলার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে মালদহ রওনা দেন। ময়নাগুড়ির ব্রহ্মপুরে সেই গাড়িটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে গাড়িচালক সহ ৭ পুলিশকর্মীর মৃত্যু হয়। ৫ জন দিনহাটা থানায় কর্মরত ছিলেন। |
মৃত গোপালবাবুর শোকাহত পরিবার। কোচবিহারে তোলা নিজস্ব চিত্র। |
রেজাউল বিবাহিত, তাঁর স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে রয়েছে। অন্য দুই জন বিয়ে করেননি। সমিউলের বৌদি জোৎস্না বিবি বলেন, “পাঁচ দিনের মধ্যে ফিরে আসবে বলে জানিয়েছিল। সকালে এক আত্মীয় মারফত দুর্ঘটনার খবর পাই।” পার্থ সরকারের বাড়ির দাওয়ায় বসে বৃদ্ধ বাবা বিজয় সরকার বলছিলেন, “গাড়িটা দুমড়ে গিয়েছে বলে শুনলাম। ছেলেটা বেঁচে থাকতে পারে না। আমাকে সত্যি কথা বলা হচ্ছে না।” রেজাউলের ভাই রবিউল ইসলাম বলেন, “বাড়িতে কাউকে দাদার মৃত্যুর খবরটা দিইনি। কী বলব ভেবে পাচ্ছি না।” একই অবস্থা অন্য পরিবারগুলিতে। কনস্টেবল গোপাল দে সরকারের বাড়ি কোচবিহারের দেবীবাড়ি এলাকায়। দুর্ঘটনার খবরে দিশেহারা স্ত্রী অনিতা সংজ্ঞা হারিয়ে ফেলছেন। মেয়ে, নবম শ্রেণির ছাত্রী স্নেহা এবং পঞ্চম শ্রেণির ছাত্রী নেহাও বাকরুদ্ধ। মৃত পুলিশের গাড়ির চালক রহিদুল ইসলাম মাস ছয়েক আগে বিয়ে করেছেন। পরিবার সূত্রের খবর, স্ত্রী সালেমা গর্ভবতী। রবিবার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওই পরিবারের জন্য কী করা যায় দেখছি।” শোক জলপাইগুড়িতেও। এএসআই অমিত মঙ্গর, কনস্টেবল মদন ছেত্রীর বাড়ি রেসকোর্স পাড়ায়। স্ত্রী, ছেলে-সহ আত্মীয় জলপাইগুড়ির বাড়িতে থাকেন। অমিতবাবুর বাড়ির কাছেই কনস্টেবল মদন ছেত্রীর বাড়ি। জলপাইগুড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। মদনবাবুর স্ত্রী, তিন ছেলে এক মেয়ে কোচবিহার থেকে চলে এসেছেন। ছেলে অভিজিৎ এই দিন বলেছেন, “বাবার কফিনবন্দি দেহ দেখতে হবে ভাবতে পারছি না।” |