এক বৃদ্ধের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির দায়ে চিকিৎসক, নার্সিংহোম এবং প্যাথলজি সেন্টারকে ১৮ লক্ষ টাকা জরিমানা করল হুগলি ক্রেতা সুরক্ষা আদালত। বৃহস্পতিবার আদালতের প্রধান বিচারক নারায়ণচন্দ্র চক্রবর্তী ওই আদেশ দেন
আদালত সূত্রের খবর, চুঁচুড়ার রথতলার বাসিন্দা বৃদ্ধ কান্তকৃষ্ণ মান্না ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর নিজের বাড়ির সিঁড়ি থেকে পড়ে যান। তাঁর কোমর ভেঙে যায়। কান্তকৃষ্ণবাবুকে নিয়ে যাওয়া হয় চন্দননগরের অস্থি বিশেষজ্ঞ ভাস্কর দাসের কাছে।
ওই চিকিৎসকের অধীনে পর দিন তাঁকে চন্দননগর বাগবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ১৪ তারিখে তাঁর কোমরে অস্ত্রপচার করেন ভাস্করবাবু। চার দিন পরে কান্তকৃষ্ণবাবুকে ছুটি দেওয়া হয়। বাড়িতে আসার পরে অস্ত্রপচারের জায়গায় রক্তক্ষরণ হতে থাকে। ফের তিনি ভাস্করবাবুর কাছে যান। কিন্তু একাধিকবার চিকিৎসা করিয়েও উপশম হয়নি। উল্টে সমস্যা বাড়তে থাকায় ২৩ সেপ্টেম্বর বাড়ির লোকেরা কান্তকৃষ্ণবাবুকে ভেলোরে নিয়ে যান। দু’দিন পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এরপরে ২০০৬ সালের ৩১ মার্চ কান্তকৃষ্ণবাবুর স্ত্রী অঞ্জলিদেবী সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিংহোম এবং প্যাথলজি সেন্টারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগকারীদের আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, “শুনানির পরে আদালত জানিয়ে দেয়, ওই ঘটনায় কান্তকৃষ্ণবাবু ভুল চিকিৎসার স্বীকার হয়েছেন।” গত বৃহস্পতিবার অভিযুক্ত তিন পক্ষকে জরিমানা করে ক্রেতা সুরক্ষা আদালত। বিচারকের নির্দেশ, এক মাসের মধ্যে ওই টাকা জমা দিতে হবে।
|