ভোট-বিধি ভঙ্গের নালিশ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
যাঁরা তাঁকে ভোটের আশ্বাস দেবেন, তাঁদের নৌকা পারাপারে ভাড়া নিতে মাঝিকে নিষেধ করেন এক সিপিএম প্রার্থী। তিনি নিজেই মাঝিকে সেই ভাড়া মিটিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার ১ ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সহদেব দাসের নামে এমনই অভিযোগ করেছে কংগ্রেস। আলিপুরদুয়ার ২ বিডিও অফিসে এ নিয়ে বিধি ভাঙার অভিযোগ জমা পড়েছে। আলিপুরদুয়ার ২-এর বিডিও সজল তামাং বলেছেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।” ডাঙ্গি এলাকায় তুরতুরি নদীতে সেতু নেই। পানবাড়ি, লোয়ারডাঙি, দামসিবাদে বাসিন্দাদের বর্ষায় নৌকা ছাড়া উপায় নেই। ভরসা শুধু একটি মাত্র নৌকা। ঘটনাচক্রে, ডাঙ্গি এলাকার সিপিএমের পঞ্চায়েত প্রার্থী সহদেববাবুর ভাইপো অমৃত দাস নৌকোর মাঝি। অমৃতবাবু ব্যক্তিগত উদ্যোগেই নৌকা চালান। কংগ্রেস নেতা সুবোধ দাসের নালিশ, নৌকোয় সিপিএমের পতাকা লাগিয়ে ঘাট পারাপার হচ্ছে। যাঁরা সিপিএমকে ভোট দেবেন বলে সম্মত হচ্ছেন, শুধু তাঁদের নৌকা ভাড়া মিটিয়ে দেওয়া হচ্ছে। সিপিএমকে সমর্থনের কথা না বললে নৌকাতে তোলাও হচ্ছে না।
|
মাকেনের সঙ্গে সাক্ষাৎ মোর্চার
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
গোর্খাল্যান্ডের দাবির সমর্থনে এবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির দ্বারস্থ হল মোর্চা। রবিবার অজয় মাকেনের সঙ্গে দেখা করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। এ দিন দিল্লিতে ৬ সদস্যের মোর্চা দলটি মাকেনের সঙ্গে দেখা করে গোর্খ্যলান্ডের সমর্থন দাবি করেন। মাকেনও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি। রোশন বলেন, “আমরা এর আগে দিগ্বিজয় সিংহের সঙ্গেও দেখা করেছি। সকলেই আমাদের আশ্বাস দিয়েছেন কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠকে আমাদের দাবিটি তোলা হবে।” গত সপ্তাহে কংগ্রেস কার্যকরী সমিতির কাছে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে চিঠি পাঠানো হয় মোর্চার পক্ষ থেকে। |