ভোটের দিন বুথে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষে রবিবার সকালে তেতে ওঠে ফলতার মোল্লার ঠেস এলাকা। জখম হন ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামবাসী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ ফলতার বঙ্গনগর-১ পঞ্চায়েতের জাফরপুর গ্রাম থেকে ৫০-৬০ জন যুবক লাঠি, রড, কাঁচি নিয়ে বঙ্গনগর-২ পঞ্চায়েতের মোল্লার ঠেক বাসমোড়ের তৃণমূল কার্যালয়ে হাজির হয়। ওই কার্যালয়ে থাকা তৃণমূলের কর্মী-সমর্থকেরা বেরিয়ে এলে দু’পক্ষের সংঘর্ষ বাধে।
তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন জাফরপুরের কিছু তৃণমূল কর্মী-সমর্থক বঙ্গনগর-২ পঞ্চায়েতের একটি বুথে গিয়েছিল। এ নিয়েই দু’পক্ষের বচসা হয়। বঙ্গনগর-২ পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সামসুদ্দিন শেখ বলেন, “নির্বাচনের দিন ওরা আমাদের বুথে কেন এসেছিল, এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে মারামারি হয় ঠিকই। তবে, গ্রামবাসীরা চলে আসায় তা বেশি দূর গড়ায়নি। ওদের দলে সিপিএমের কয়েক জন সমর্থকও ছিল।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া জানিয়েছেন, দু’পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |