টুকরো খবর |
স্কুলছাত্রের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির মধ্যে থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তমলুক শহরের আবাসবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, সাত্ত্বিক ভৌমিক (১৪) নামে ওই কিশোর তমলুক হ্যামিল্টন হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরের বাবা-মা দু’জনেই স্কুলে শিক্ষকতা করেন। এ দিন দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে একাই ছিল সাত্ত্বিক। বিকেলে তাঁর মা বাড়িতে বার বার ডেকেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। তারপরই ঘরে ঢুকে ওই কিশোরকে ঝুলন্ত দেহ নজরে আসে। সন্ধ্যায় তমলুক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের অনুমান, সাত্ত্বিক আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বাচিক শিল্পী প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিশিষ্ট বাচিক শিল্পী তথা সাংস্কৃতিক কর্মী মুকুলজ্যোতি সরকারের জীবনাবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। কাঁথির ওই শিল্পী দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে কাঁথির বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুকুলজ্যোতিবাবু কাঁথি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও কাঁথি মহকুমা গ্রন্থাগারের কার্যকরী কমিটির সদস্য ও শিশুমহলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। |
|