খুব শীঘ্রই তিকিতাকার সাম্রাজ্যে প্রবেশ করতে চলেছেন তিনি। জুটি বাঁধতে চলেছেন ফুটবলের রাজপুত্রের সঙ্গে। কনফেডারেশন কাপে ব্যক্তিগত প্রতিভার নজির রেখে এ বার লক্ষ্য ইউরোপ মাতিয়ে তোলা। ঠিক তিন দিন বাদে বার্সেলোনার প্র্যাক্টিসে দেখা যাবে তাঁকে। আর তার আগে নেইমারের হুঙ্কার “আমরা ইতিহাস গড়ব।”
|
“আমরা” অর্থাৎ মেসি এবং নেইমার। যে জুটিকে মাঠে দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া। পাশাপাশি উঠে পড়েছে আরও একটা প্রশ্ন, ব্রাজিলের ‘ওয়ান্ডারকিড’ এবং ‘এলএম টেন’-এর এই জুটি কতটা সফল হবে? মেসি আগেই বলেছিলেন, “আমরা সফল হব।” আর নেইমার এ দিন এক ধাপ এগিয়ে গেলেন। বলে দিলেন, “আশা করছি আমার ও মেসির জুটি ইতিহাস গড়বে। কোনও সন্দেহ নেই আমাদের জুটি সফল হবে।” সঙ্গে ব্রাজিলীয় তারকা আরও যোগ করেন, “আমার কাছে খুব গর্বের ব্যাপার যে আমি বিশ্বের সেরা ফুটবলারের পাশে খেলব। মেসির সঙ্গে খেলার জন্যই আমি বার্সেলোনায় সই করি।” এ ছাড়াও নতুন ক্লাব সমর্থকদের জন্য নেইমারের বার্তা: “সান্তোস আমার কাছে ইতিহাস। এখন শুধু মাত্র ভাবছি বার্সেলোনা নিয়েই।”
বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই একটা নতুন ফর্মুলা চালু হয়েছে। দশ প্লাস এগারো ইকুয়াল টু বম্ব। মেসি দশ এবং নেইমার বেছে নিয়েছেন এগারো নম্বর। এবং এই বোমার বিস্ফোরণ যে বিশ্ব ফুটবল আর কিছু দিনের মধ্যেই টের পাবে, সেটা মনে করছেন অনেক প্রাক্তন ফুটবলারই।
যেমন বার্সেলোনার আর এক কিংবদন্তি রিভাল্ডো। “নেইমার ও মেসির জুটি ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করবে। মেসির পাশে খেললে নেইমার আরও ভাল ফুটবলার হবে,” বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভাল্ডো। তাঁর সঙ্গে একমত প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ ফাবিও কাপেলোও। বলেছেন, ‘‘মেসি ও নেইমার এক দলে থাকলে বার্সেলোনা আরও শক্তিশালী হবে। দুজনেই অনেক গোল করার ক্ষমতা রাখে।”
এক দিকে যখন ক্লাবের সমর্থকরা মেসি-নেইমার জুটি দেখার জন্য মরিয়া, তখন ক্লাবে চলছে নতুন কোচ খোঁজার কাজ। স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে ভিলানোভার হটসিটে বসার দৌড়ে আপাতত এগিয়ে ক্লাবের প্রাক্তন ফুটবলার লুইস এনরিকে। মেসির পছন্দ জেরার্ডো মার্টিনো হলেও, ভিলানোভার ইচ্ছা এনরিকে তাঁর উত্তরসূরি হন। কিন্ত এনরিকে-কে সই করাতে হলে তাঁর ক্লাব সেল্টা ভিগোকে ২৬০ লক্ষ পাউন্ড দিতে হবে কোচের রিলিজ ক্লজ হিসাবে।
|
আন্দ্রে ইনিয়েস্তা
বড় ফুটবলাররা সব সময় একে অন্যের সঙ্গে খেলতে পারে। মেসি ও নেইমার একসঙ্গে খেললে একে অপরকে আরও ভাল ফুটবলার করে তুলবে। |
দানি আলভেজ
মেসি-নেইমার জুটি বোমার মতো হবে। দু’জনের একে অপরের সঙ্গে খেলতে কোনও অসুবিধা হবে না কারণ দু’জনেই বিশ্বমানের ফুটবলার। |
কার্লোস পুয়োল
মেসি-নেইমার জুটি সফল হবে। মেসির মতো ফুটবলারের পাশে খেললে নেইমার আরও ভাল প্লেয়ার হবে। |
জেরার পিকে
মেসি ও নেইমার বার্সাকে আরও শক্তিশালী করবে। খেতাব জেতার দৌড়ে সাহায্য করবে। |
পেদ্রো রডরিগেজ
নেইমার ও মেসির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। নতুন দলে আসলেও নেইমারের মানিয়ে নিতে অসুবিধা হবে না। |
|