|
|
|
|
মাটি কাটার যন্ত্র আটক কেশপুরে কংসাবতী থেকে বালি পাচার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কংসাবতী থেকে অবৈধ ভাবে বালি তোলা চলছেই। কখনও ক্যারিং (সিও) অর্ডার না নিয়ে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি বালি তুলে নিয়ে চলে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আবার কখনও সরকার নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত বালি তোলা হচ্ছে। দু’টি ক্ষেত্রেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সম্প্রতি তাইবুল আলি বিশ্বাস নামে এক সিপিএম নেতা প্রশাসনের কাছে লিখিত ভাবে এই অভিযোগও জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি সরকারকে রাজস্ব দিয়েই বালি খাদান নিয়েছিলাম। কিন্তু সন্ত্রাসের কারণে এলাকায় থাকতে পারছি না। আমার খাদান থেকেও অবৈধভাবে অনেকেই বালি তুলে নিয়ে চলে যাচ্ছে।” জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “আমরা নিয়মিত তল্লাশি চালাচ্ছি। শনিবার ১৯টি বেআইনি গাড়িও ধরা হয়েছে। সেখান থেকে ৫ লক্ষ টাকার বেশি রাজস্ব আসবে।” তিনি আরও জানিয়েছেন, বেআইনি বালি তোলা বন্ধে এ বার তল্লাশি আরও জোরদার করা হবে।
প্রশাসনের এই প্রতিশ্রুতি অবশ্য নতুন কিছু নয়। বারবার নজরদারির কথা বলা হলেও ধেড়ুয়া, কঙ্কাবতী থেকে শুরু করে মোহনপুর দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে কাঁসাই থেকে প্রতিদিন শয়ে শয়ে লরি, মিনি ট্রাক, ম্যাটাডোর বোঝাই করে বেআইনিভাবে বালি চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এর মধ্যে কিছু ব্যবসায়ী সরকারকে রাজস্ব দিয়েই বালি বহন করেন। অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বালি বহন করছে একাধিক গাড়ি। যার সংখ্যাই বেশি। আবার যাঁরা সরকারকে রাজস্ব দেন তাঁরাও, একটি সিও নিয়ে একাধিক বার বালি বহন করেন, এমনকি যে পরিমাণ বালির জন্য রাজস্ব দেন তার থেকে অনেক বেশি পরিমাণ বালি বহন করেন। মূলত, প্রশাসনিক নজরদারির অভাবেই অবৈধ বালি তোলা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শ্রেণির কর্মী আধিকারিকদের সঙ্গে অবৈধ ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ। যাঁরা তল্লাশির আগেই ওই সব অবৈধ ব্যবসায়ীদের ফোন করে সতর্ক করে দেন। ফলে তল্লাশি চালানোর সময় হাতে গোনা কয়েকটি গাড়ি ধরা পড়লেও সিংহভাগ গাড়িই পালিয়ে যায়। শনিবার রাতে অবশ্য ১৮টি গাড়ি ধরা পড়েছে। যার মধ্যে ৮টি ডাম্পারও রয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতর জানিয়েছে, তার মধ্যে ১০টি গাড়ির সিও থাকলেও অতিরিক্ত মাল বহন করছিল। বাকি গাড়িগুলির কোনও সিও ছিল না। এ দিনই কেশপুর থেকেও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি জেসিপিও আটক করা হয়েছে। |
|
|
|
|
|