টুকরো খবর |
খড়্গপুরে চুরি, ৩ জন আটক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে একাধিক দোকানে চুরির ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। গোলবাজার ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরের গোলবাজারে পরপর ৫টি দোকানে চুরি হয়। নগদ টাকা, দোকানের সরঞ্জাম মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার জিনিস খোওয়া যায়। সকালে বাজারের নিরাপত্তরক্ষীরা দেখেন, দোকানের তালা ভাঙা। বুধবার রাতে গোলবাজারেই একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সে ক্ষেত্রেও তালা ভেঙে দোকান থেকে মোবাইল-সহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। গত সোমবার ইন্দা এলাকায় এক গৃহস্থের বাড়িতেও চুরি হয়। সন্ধে নাগাদ বাড়ির সকলে বাইরে বেরিয়েছিলেন। রাত আটটা নাগাদ ফিরে এসে তাঁরা দেখেন, সব কিছু তছনছ। পিছনের দরজা খোলা। পিছনের দরজা দিয়েই দুষ্কৃতীরা ঢুকেছিল বলে অনুমান। একের পর এক চুরির ঘটনায় রেলশহরের মানুষজন উদ্বিগ্ন। শহরের বড় বাজারগুলোর মধ্যে গোলবাজার অন্যতম। অদূরেই বাসস্ট্যান্ড। বাজারে নিরাপত্তারক্ষী থাকেন। তার পরেও একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। শহরবাসীর একাংশের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার ফলে এই পরিস্থিতি। দুষ্কৃতীরা অবাধে শহরে দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশি নজরদারি আরও বাড়ানো উচিত। পুলিশ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, শহরের সর্বত্র নজরদারি চালানো হয়। রাতেও নজরদারি চলে। পরপর ৫টি দোকানে চুরির পর গোলবাজারে নজরদারি আরও বাড়ানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশিও চলছে।
|
চন্দ্রকোনায় মারা গেলেন সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএমের চন্দ্রকোনা ১ জোনাল কমিটির সম্পাদক সুনীল চক্রবর্তী (৬৩)। কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি একমাত্র মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পর মানসিক ভাবে আরও ভেঙে পড়েছিলেন। তারই মধ্যে পার্টি অফিসে এসে দলীয় কাজ সামলাতেন, যোগ দিতেন বৈঠকে।
১৯৭৮ সালে সিপিএমের সদস্য পদ পেয়েছিলেন সুনীলবাবু। তবে বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি কলেজ জীবনেই। বছর সাতেক আগে তিনি চন্দ্রকোনা ১ জোনাল কমিটির সম্পাদকের দায়িত্ব নেন। জেলা কমিটিরও সদস্য ছিলেন। শুক্রবার রাতে ক্ষীরপাই সংলগ্ন মাধবপুরের নিজের বাড়িতেই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন সুনীলবাবু। ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন নানা প্রান্তের সিপিএম নেতা-কর্মী থেকে বহু সাধারণ মানুষ প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সিপিএমের জোনাল অফিসে জড়ো হন। সুনীলবাবুর মরদেহ নিয়ে ক্ষীরপাই শহরে শোকমিছিলও হয়। তাতে পা মেলান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবোধ রায়, অশোক সাঁতরা, প্রাক্তন বিধায়ক তথা চন্দ্রকোনা ২ জোনাল কমিটির সম্পাদক গুরুপদ দত্ত প্রমুখ।
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে সভা করল এসইউসি। রবিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে এই প্রতিবাদ সভা হয়। ছিলেন দলের জেলা সম্পাদক অমল মাইতি। জেলার বিভিন্ন এলাকাতেই এদিন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মৃত্যু হয় এসইউসি কর্মী অমল হালদারের। অবিলম্বে খুনীদের গ্রেফতারের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া এবং মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ারও দাবি জানানো হয়।
|
জ্যোতি বসু স্মরণে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের বল্লভপুরে। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের ১৮ নম্বর ইউনিটের উদ্যোগে টাউন স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচিতে ছিলেন সংগঠনের জোনাল সভাপতি কুন্দন গোপ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী এলাকার ছাত্রছাত্রীদের সংবর্ধিতও করা হয়।
|
প্রাক্তনীর অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের ‘প্রাক্তনী’র চতুর্থ পুনর্মিলন উত্সব হল রবিবার। এ দিন সকালে স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন ছিল। ছিল সেমিনার। বিকেলে বিদ্যাসাগর হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরিবেশিত হয় নাটক, নৃত্যালেখ্য। |
|