প্রতারণায় ধৃত এএসআই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে দুই যুবককে প্রতারণার অভিযোগে এক এএসআই-কে গ্রেফতার করল রানিগঞ্জ পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলীপ পাণ্ডে। তিনি বাঁকুড়ার খাতড়া পুলিশ লাইনে এএসআই পদে কাজ করতেন। অভিযোগ, চলতি বছরের ২৮ মে আসানসোলের দুই যুবকের থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে রেলে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিলীপবাবু। ওই দুই যুবক রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, এর পর থেকে তাঁদের আর পাত্তা দেননি দিলীপবাবু। ওই দু’জনের কথায়, “আমরা যোগাযোগ করলে আমাদের পাত্তা দেওয়া হয়নি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পর থেকে তিনি আর কর্মস্থলেও যাচ্ছিলেন না। রবিবার তাঁকে আসানসোল আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বছর ছয়েকের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের ধরমপুর গ্রামের ঘটনা। ধৃতের নাম প্রবোধ দাস। বাড়ি ওই গ্রামেই। অভিযোগ, সকালে ওই শিশুটির বাবা মাঠের কাজে বেরিয়েছিলেন। বাড়িতে ছিলেন অসুস্থ মা। তখনই শিশুটিকে বাড়ির উঠোনে খেলতে দেখে প্রবোধ তাকে কাছেই পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। চিৎকার শুনে শিশুটির মা প্রতিবেশিদের খবর দেন। এলাকার বাসিন্দার প্রবোধকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাছে বেঁধে রাখেন। পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে ধরে।
|
শাখা কমিটি গঠন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কোল মাইনস অফিসার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ইসিএল শাখা কমিটি গঠন হল রবিবার। ওই সংগঠনের ইসিএল শাখা সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায় জানান, এ দিন ১৫২ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোট দিয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন সোদপুরের জিএম গোরাচাঁদ বাউড়ি। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসিএল সদর কার্যালয়ের সুনন্দন চট্টোপাধ্যায় ও কুনস্তড়িয়ার অধিকর্তা অমিতাভ দাস।
|
গয়না চুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পালিশ করে দেওয়ার নাম করে এক বধূর কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই প্রতারক। শনিবার হিরাপুর থানার ভরতচক গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই বধূ শিউলি মাজি পুলিশকে জানিয়েছেন, ওই দিন দুপুরে দুই ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে সোনার গয়না পালিশ করে দেওয়ার কথা বলেন। তিনি গয়না দেওয়ার পরেই তাঁরা তা নিয়ে পালায় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে।
|
মিথ্যা অভিযোগে গ্রেফতারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ডিওয়াইএফের নেতৃত্বে অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল রবিবার। সংগঠনের তরফে জানানো হয়েছে, নানা কারণে তাঁদের সংগঠনের নেতা কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করছে পুলিশ। অবিলম্বে তা বন্ধ করার দাবিতে এই বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। |