খেলার টুকরো খবর |
|
জয়ী সিএলডব্লিউ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
আসানসোল স্টেডিয়ামে রবিবার হল গোল্ড কাপের ফাইনাল।—নিজস্ব চিত্র। |
প্রগতি উদ্যোগে আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিএলডব্লিউ। রবিবার আসানসোল স্টেডিয়ামে তারা ডিএসএ পূর্বরেলকে ৪-১ গোলে হারায়। তিনটি গোল দিয়ে ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন সোহরাবুদ্দিন মল্লিক। এ দিন ন’জন কৃতী ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান দেওয়া হয় এবং শিল্পাঞ্চলের ন’জন খেলোয়াড়কে সংবর্ধিত করা হয়। আসানসোল রামকৃষ্ণ মিশনের ত্রাণ তহবিলে আয়োজক সংস্থার তরফে দশ হাজার টাকা দেওয়া হয়। পুরস্কার দেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ বসু, সমরেশ চৌধুরী এবং অমিত ভদ্র।
|
জাতীয় সঙ্ঘের হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার লিগ ফুটবলের প্রথম ম্যাচে সাই প্রশিক্ষণ কেন্দ্র ১-০ গোলে হারাল জাতীয় সঙ্ঘকে। শিবাজি সঙ্ঘ ও সেন্টার অফ ইয়ং সোসাইটির মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অন্য ম্যাচে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৩-০ গোলে বড়শূল ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশনকে হারায়। দ্বিতীয় ডিভিশন ফুটবলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও বেগুট মিলন সঙ্ঘের মধ্যে খেলা গোলশূন্য ড্র হয়। এই ডিভিশনের অপর ম্যাচে দিলীপ স্মৃতি সঙ্ঘ ৯-০ গোল হারিয়েছে বাম অ্যাপালো সঙ্ঘকে। তৃতীয় ডিভিশন লিগে বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশন ৫-০ গোলে হারায় গলসি উদয়ন সঙ্ঘকে।
|
হারল ভ্রাতৃ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে শনিবার সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে ২-০ গোলে হারায় ডিএসপিএসএ। নেহেরু স্টেডিয়ামে খেলাটি হয়। এ দিনের দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এবিএলের মাঠে ভূতবাংলা এসকেএএমজি ৩-০ গোলে দুর্গাপুর মর্ডান বয়েজকে হারায়। রবিবার এই মাঠে সিজোন স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ভ্রাতৃ সঙ্ঘকে হারায়। খেলা পরিচালনা করেন আশিস মণ্ডল, সন্দীপ মুখোপাধ্যায় ও রতন মাইতি।
|
জয়ী আমরা ক’জন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শনিবার সংস্থার মাঠে আমরা ক’জন বয়েজ ক্লাব ট্রাইবেকারে ৬-৫ গোলে রবীন্দ্র ভবনকে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। এই মাঠে রবিবার পলাশডিহা আদিবাসী ক্লাব ট্রাইবেকারে ৩-১ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।
|
অনূর্ধ্ব ১৪ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতায় নবদিগন্ত এফএ ও দুর্গাপুর হিরোজের খেলা গোলশূন্য রইল। রবিবার লাল ময়দানে এই খেলা হয়। |
|