মালদহ জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের জনসভার পরে এক সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মালদহের কালিয়াচক থানার আকন্দবেরিয়া এলাকায় সাবিত্রীদেবীর সভা ছিল। সভার আঘঘণ্টা পরেই রাত ১০টা নাগাদ এলাকার কয়েকজন তৃণমূলকর্মী শ্রীনিবাসপুরের বাসিন্দা তথা এলাকায় সিপিএমের প্রার্থীর প্রচারে পরিচিত মুখ পূর্ণচন্দ্র মণ্ডলের বাড়িতে ঢুকে ইট দিয়ে চোখে এবং কপালে আঘাত করে বলে অভিযোগ। জখম ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পূর্ণচন্দ্রবাবুর ডান চোখে আঘাত লেগেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, অভিযুক্তদের ধরতে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের দাবি, সাবিত্রী মিত্রের সভার পরেই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পূর্ণচন্দ্রবাবুর বাড়িতে গিয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দিতে হবে বলে হুমকি দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাবিত্রী মিত্র।
অন্য দিকে, শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সিপিএমের দুই জেলা পরিষদের প্রার্থীকেও প্রচারে বাধার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন বালুরঘাটে এসে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। গঙ্গারামপুর ব্লকের ৩ নম্বর জেলাপরিষদের প্রার্থী প্রমিলা বাস্কে এবং ৫ নম্বর জেলাপরিষদ আসনের প্রার্থী প্রবীর রায়ের অভিযোগ, প্রচারে বের হলেই তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী বাধা দিচ্ছে। যদিও গঙ্গারামপুরের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক চিরঞ্জীব মিত্র বলেন, “সিপিএম মনগড়া সন্ত্রাসের অভিযোগ করছে।” জেলাশাসক দুর্গাদাস গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপারকে গঙ্গারামপুর যাওয়ার নির্দেশ দিয়েছেন। |