শ্লীলতাহানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল শিলিগুড়ির মিলনপল্লি এলাকায়। শনিবার মিলনপল্লির এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ি মহিলা থানায়। রবিবার ওই যুবককে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই ওই মহিলাকে যুবকটি উত্যক্ত করত বলে জানা গিয়েছে। শুক্রবারও রাতে তাঁকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকার কাউন্সিলর সীমা সাহা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
|
ক্ষতিপূরণের দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভোট সংক্রান্ত সংঘর্ষে নিহত ও আহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলল বিজেপি। শনিবার শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ ওই দাবির কথা জানান। তিনি বলেন, “চোলাই মদ খেয়ে মৃত্যু হলে রাজ্য সরকার মাথা পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তা হলে ভোটের সময়ে যাঁরা নিহত ও আহত, তাঁদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে উচ্চ আদালতের দ্বারস্থ হব।”
|
ট্রেন অবরোধ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক ঘণ্টারও বেশি সময় ধরে হলদিবাড়ি-শিলিগুড়ি জংশনগামী প্যাসেঞ্জার ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে, এই অভিযোগে শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে রেল অবরোধ করেন যাত্রীরা। অবরোধে নিউ জলপাইগুড়ি থেকে ডুয়ার্স-অসমগামী কয়েকটি ট্রেন আটকে যায়। পরে হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনটি যাতে সময় মেনে চলে তার ব্যবস্থা করা হবে বলে উত্তরর্পূব সীমান্ত রেল কতৃর্পক্ষ লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
|
‘বাইক র্যালি’ আটকে দিল পুলিশ |
মালদহে প্রচারের শেষ দিনে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূরের ‘বাইক র্যালি’ আটকে দিল পুলিশ। শনিবার স্থানীয় বুলবুলচণ্ডী বাজার থেকে র্যালি শুরুর সময়েই তা থামিয়ে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার বলেন, “বাইক র্যালির করা জন্য কোনও দলকে অনুমতি দেওয়া হয়নি।” মৌসম বেনজির নূর অবশ্য দাবি করেছেন, দলীয় কর্মীরা যে অনুমতি নেননি সেটা তাঁর জানা ছিল না। |