প্রায় ১২ ঘণ্টা ধরে খাবার এবং পানীয় জল না পাওয়ায় এ বার পুলিশকর্মীদের অবরোধ ক্যানিংয়ে।
পঞ্চায়েত ভোটের ডিউটিতে পরিকাঠামোগত নানা অব্যবস্থার অভিযোগে এর আগে পুলিশকর্মীদের বিক্ষোভ-অবরোধ দেখেছিল বাঁকুড়া, দাসপুর এবং খাস মহানগর। মুর্শিদাবাদের সুতিতে পঞ্চায়েত ভোটের ডিউটি করতে যাওয়ার পথে শনিবার পুলিশকর্মীরা অবরোধ করলেন ক্যানিংয়ের বাহিরসোনা এলাকায় ক্যানিং-বারুইপুর রোড। রাত আটটা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। পরে পদস্থ পুলিশ কর্তারা গিয়ে পরিস্থিতি সামলান। সমন্বয়ের অভাবের জন্যই যে ওই সমস্যা, তা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এক কর্তা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ক্যানিং মহকুমার চারটি থানা থেকে রাজ্য পুলিশের ৩২০ জন কর্মীকে সুতি থানায় পাঠানো হচ্ছিল। সকাল আটটা নাগাদ তাঁরা ক্যানিং থানায় হাজির হন। সেখান থেকে কয়েকটি গাড়িতে তাঁদের প্রথমে চার কিলোমিটার দূরের বাহিরসোনায় পাঠানো হয়। সেখানে রাস্তার ধারেই গাড়িতে অপেক্ষা করতে থাকেন তাঁরা। অভিযোগ, কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে পরবর্তী নির্দেশ পাচ্ছিলেন না তাঁরা। বাহিরসোনার ওই জায়গায় কোনও দোকানও ছিল না। মিলছিল না খাবার এবং জল।
এক পুলিশকর্মী বলেন, “আমরা তো কাজে যেতে চাইছিলাম। কিন্তু ১২ ঘণ্টা ধরে কেন আটকে রাখা হল বুঝতে পারলাম না। অববোধ না করে উপায় ছিল না।” আর এক পুলিশকর্মীর কথায়, “ঊর্ধ্বতন কর্তাদের ফোনে আমরা একাধিকবার সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু তাঁরা কিছুতেই গুরুত্ব দিচ্ছিলেন না।”
জেলা পুলিশের এক কর্তা বলেন, “সমন্বয়ের অভাবের জন্যই ওই সমস্যা হয়। পদস্থ পুলিশ কর্তারা গিয়ে সকলের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। ন’টা নাগাদ অবরোধ উঠে যায়। ওই পুলিশকর্মীরা সকলে সুতির উদ্দেশে রওনা হয়ে যান।” |