পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় দফায় ভোটপত্র ছিনতাই, রিগিং-সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তিন জেলার ৩২টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনায় পুনর্নির্বাচন হবে কাল, সোমবার। অন্য দুই জেলায় মঙ্গলবার। তাপসবাবু জানান, উত্তর ২৪ পরগনার আমডাঙা (৯৫, ১০৯, ১১০ নম্বর বুথ), হিঙ্গলগঞ্জ (৩৩, ৩৭/১, ৩৭/২, ৪২ নম্বর বুথ ), হিঙ্গলগঞ্জের বাঁকড়া (৩৬, ৪৩/১ নম্বর বুথ), বারাসত (১১৬ নম্বর বুথ) ও বাগদার ১৪০ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি, ক্যানিং-২ এবং সোনারপুর মিলিয়ে মোট ৬টি বুথে এবং হাওড়ার আমতা-২, পাঁচলা, ডোমজুড়, জগৎপল্লভপুর এবং বাগনান-২ নম্বর ব্লক মিলিয়ে মোট ১৫টি বুথে ফের ভোট হবে।
|
তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রবীন সর্দার ও সইফুদ্দিন সর্দার। শনিবার সকালে উস্থির লক্ষীকান্তপুর এবং মন্দিরবাজারের নিশাপুর গ্রাম থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সফুইদ্দিন সর্দার নিশাপুর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান এবং রবীন সর্দার সিপিএম সমর্থক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক রাজুরিয়া বলেন, “মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ধৃত দু’জনকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে।” অন্যদিকে, শনিবার দুপুরে মৃত কর্মীর বাড়িতে যান রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং উস্থির বিধায়ক তথা সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। গিয়াসউদ্দিন বলেন, “দলের তহবিল থেকে ১ লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”
|
খাল থেকে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সরিষা পঞ্চায়েতে ঝিঙা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মফিজুল মোল্লা (৫০)। ওই পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথে তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্টের দায়িত্বে ছিলেন। এ দিন সকালে বাড়ির অদূরে খালে কালভার্টের নিচে তাঁর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ওই ব্যক্তির গায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ক্যানিংয়ের হেড়োভাঙার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মতিন লস্কর (৩০)। বাড়ি কুমড়োখালি হাটখোলায়। সাফাইয়ের কাজ করতেন। শুক্রবার বিকেলে মতিন হেড়োভাঙার আব্দুল হাকিম গাজির বাড়ির পাতকুয়ো পরিষ্কারের কাজ করতে যান। সেই সময়ে আব্দুল হাকিম বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীর অনুমতি নিয়ে মতিন কাজ শুরু করেন। সন্ধ্যায় মতিনের কোনও সাড়া না পেয়ে শুরু হয় খোঁজ। আসেন গ্রামবাসীরা। কুয়োয় মতিন পড়ে মারা গিয়েছেন সন্দেহ করে পুলিশে খবর দেন। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরের খালনা মোষগলিতে। মৃত দুই ব্যক্তির নাম উত্তম ইশর (৪৩) এবং কৌশিক দলুই (৪১)। দু’জনেরই বাড়ি হুগলির খানাকুলে। আহত দু’জন জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। তাঁদের গাড়ি একটি দোকানে ধাক্কা মেরেছিল। |