মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়ায় আপাতত তাঁদের দু’জনের জায়গা নেই। বীরেন্দ্র সহবাগ বা গৌতম গম্ভীর, ভারতের দুই সেরা ওপেনার টেস্ট বা ওয়ান ডে টিমে নেই। শিখর ধবনদের আবির্ভাবে যখন প্রশ্ন উঠছে সহবাগরা আদৌ ফিরতে পারবেন কি না, তখন কপিল দেব মনে করেন গম্ভীরদের যদি প্রত্যাবর্তন ঘটানোর উপর বিশ্বাস না থাকে, তা হলে ক্রিকেট ছেড়ে বাড়িতে বসে থাকা উচিত।
কলকাতায় ঝটিকা সফরে এসে কপিল কখনও রসিক, কখনও গম্ভীর। সাংবাদিক সম্মেলন শুরুর আগে যেমন বলে বসলেন, “এত মিডিয়া খেলা ছাড়ার পর দেখব, ভাবিনি। আমার অবসরের সময়ও এত মিডিয়া ছিল না!” কপিলকে পাল্টা বলা হয়, আপনার তা হলে কলকাতায় অবসর নেওয়া উচিত ছিল। সেই কপিলই একটু পরে গম্ভীর-সহবাগদের নিয়ে পরিষ্কার বলে দিলেন, “ওরা যদি মনে করে ফিরতে আর পারবে না, তা হলে তল্পিতল্পা গুটিয়ে বাড়ি বসে ঘুমোক। স্পোর্টসম্যান আসলে এক জন যোদ্ধা। যে সব সময় তৈরি থাকে চ্যালেঞ্জের জন্য। ওদের উচিত আশা না ছেড়ে আরও কঠিন লড়াইয়ের জন্য তৈরি হওয়া।” |
বিশ্বজয়ীকে সিএবি-র উপহার।—নিজস্ব চিত্র |
পাশাপাশি সচিন তেন্ডুলকর নিয়ে রিকি পন্টিং, মহম্মদ আজহারউদ্দিনের মন্তব্য ঘিরে বিতর্কের কথা নিয়ে জিজ্ঞেস করায় পাল্টা প্রশ্ন কপিলের, “পন্টিং কে? ওর কথা কেন শুনতে হবে? আর আমাকেই বা এ সবের উত্তর কেন দিতে হবে?”
তবে একটা ব্যাপারে নিঃসংশয় কপিল। তিনি মনে করেন ধোনির বিশ্বজয়ের কৃতিত্ব তাঁর চেয়ে অনেক বেশি। বলেও দিলেন, “আমাদের সময়ের চেয়ে এখনকার ক্রিকেট অনেক কঠিন। ভবিষ্যতে আরও কঠিন হবে। পরবর্তী প্রজন্মকে সব সময়ই বেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হয়।” সঙ্গে ধোনির অধিনায়কত্ব নিয়ে তাঁর সংযোজন, “ধোনি দেশের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন। সেটাকে সম্মান জানানো উচিত। আপনারা যখন ওর ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছেন, তার মানে আপনাদের সন্দেহ আছে। আমি বলি না, কারণ আমার মনে ধোনির ক্ষমতা নিয়ে সন্দেহ নেই।” পরবর্তীকালে বিরাট কোহলির হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া নিয়ে কপিলের মন্তব্য, “ধোনি যত দিন আছে, তত দিন আর কাউকে নিয়ে কথা বলা ঠিক নয়।”
কপিল মনে করেন, ২০১৫ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে না রাখার কিছু নেই। বলছিলেন, “আমাদের তরুণ ক্রিকেটাররা পরের বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। সবচেয়ে বড় কথা, এত বড় বড় ক্রিকেটার যে অবসর নিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না। যার মানে পরবর্তী প্রজন্ম তৈরি।” রবীন্দ্র জাডেজাকে নিয়েও সমান উচ্ছ্বসিত ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। বলে দিলেন, “যে দিন থেকে জাডেজা এসেছে, টিমটাই বদলে গিয়েছে।” |