চিনের রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল। ঘড়ির কাঁটায় তখন সন্ধে ৬টা বেজে ২৪। আশপাশে বেশ ভিড়। প্রবেশদ্বারের মুখে হুইলচেয়ারে বসে বছর চৌত্রিশের একটি লোক। হাত দু’টো মাথার উপর নেড়ে চলেছেন। বাঁ হাতে বারুদের প্যাকেট। আর তার পরেই বিস্ফোরণ।
সিসিটিভি ফুটেজে দেখা গেল, হুইল চেয়ারের পাশে পড়ে রয়েছেন লোকটি। আর অন্য এক জন তাঁকে তোলার চেষ্টা করছেন। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম জি ঝংশিং। চিনের শ্যানদং প্রদেশের বাসিন্দা। তাঁর হাতের বিস্ফোরক বাড়িতেই তৈরি বলে সন্দেহ পুলিশের। সাধারণ বাজির বারুদ।
বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরে যায় টার্মিনালে ঢোকা-বেরোনোর পথটা। কিন্তু ওই এক বারই আওয়াজ। পরিস্থিতি খানিক শান্ত হতেই প্রত্যক্ষদর্শীরা ফটাফট ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করেন। তত ক্ষণে ছুটে এসেছেন নিরাপত্তারক্ষীরাও। নিমেষে ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
কেন ঝংশিং এ কাজ করলেন, সে বিষয়ে অবশ্য পুলিশ এখনও আলোকপাত করতে পারেনি। তিনি কী ভাবে ওই জায়গায় বিস্ফোরক নিয়ে এলেন, তা-ও জানাতে পারেননি।
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জি ঝংশিং। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিমানবন্দর থেকে অন্য কোনও হতাহতের খবর মেলেনি। আহত একমাত্র ঝংশিংই। সাময়িক এই উত্তেজনায় কোনও উড়ান বাতিল হয়নি। |