মার্কিন নজরদারি ব্যবস্থার বহু তথ্য ফাঁস করে দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন স্নোডেন। এই ঘটনার পরে নজরদারির স্বচ্ছতা বাড়াতে পুরো ব্যবস্থাই ঢেলে সাজার কথা ঘোষণা করল মার্কিন সরকার। এই পরিবর্তনের ফলে গোটা ব্যবস্থার আরও উন্নতি হবে বলে আশাবাদী ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স।
|
১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীটি লাহৌর এলাকায় তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল। বান্ধবীর দাদা তাকে ঘরে বন্ধ করে আরও দুই যুবকের সঙ্গে গণধর্ষণ করে। এখানেই শেষ নয়, সেই ঘটনার ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীর কাছে ৪০ হাজার টাকাও দাবি করে তারা। মেয়েটি বাড়ি থেকে ৪০ হাজার টাকা চুরি করতে গেলে তার মায়ের হাতে ধরা পড়ে। এর পরেই প্রকাশ্যে আসে ঘটনাটি। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
|
আশিয়ানা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হল। শুক্রবার এক তদন্তকারী অফিসার জানান, দুর্ঘটনায় মৃত কিশোরী ইয়ে মেং উয়ানের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। অনুমান করা হচ্ছে, বিমান দুর্ঘটনার পরেও বেঁচে ছিল ওই কিশোরী। কিন্তু উদ্ধারকারী ট্রাকের চাকায় পিষে গিয়ে পরে মৃত্যু হয় তাঁর।
|
ধারাবাহিক বোমা বিস্ফোরণে নিহত ছয় নিরাপত্তাকর্মী-সহ ১৫ জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে আফগানিস্তানের হেলমন্দ অঞ্চলে চারটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ন্যাটো বাহিনী সরার পর থেকে আফগানিস্তানে জঙ্গি হানা বেড়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
|
মার্কিন নজরদারি ব্যবস্থার বহু তথ্য ফাঁস করে দিয়ে হইচই ফেলে দিয়েছেন স্নোডেন। এই ঘটনার পরে নজরদারির স্বচ্ছতা বাড়াতে পুরো ব্যবস্থাই ঢেলে সাজার কথা ঘোষণা করল মার্কিন সরকার। ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স সূত্রে শুক্রবার এ কথা জানা গিয়েছে।
|
মার্চ মাসে অফিসের কাজে দুবাইয়ে এসে তাঁর সহকর্মীর কাছে ধর্ষিত হয়েছিলেন বছর চব্বিশের এক নরওয়ের মহিলা। ধর্ষণের অভিযোগ জানানোর পর শুরু হয় বিচারপর্ব। কিন্তু বিয়ের পরে অবৈধ ভাবে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ তুলে উল্টে তাঁকেই ১৬ মাসের কারাদণ্ডের আদেশ দিল দুবাইয়ের আদালত। |