দিন তিনেক আগেই বিহারের ছাপরায় মিড ডে মিলে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয়েছে ২২ জন শিশুর। তার পরের দিনই পটনাতেই একটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৫০ জন। ফের একটি সুসংহত শিশুবিকাশ কেন্দ্রে শিশুদের জন্য রান্না করা খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠল আসানসোল পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে। তবে প্রশাসনের কাছে এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। স্থানীয় সূত্রে খবর, ওই ওয়ার্ডের একটি আদিবাসী পাড়ায় এই শিশুবিকাশ কেন্দ্রটি রয়েছে। বাসিন্দাদের দাবু, এ দিন ওই কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল। দুপুরে শিশুদের তা পরিবেশন করার সময় কয়েক জন তাতে পোকা দেখে। আদিবাসী পাড়ার কয়েক জন বাসিন্দাও উপস্থিত থাকায় বিষয়টি তাঁদেরও নজরে আসে। তাঁরা ওই খিচুড়ি খেতে বারণ করায় এক জনও সেই খিচুড়ি খায়নি। বাসিন্দাদের অভিযোগ, বেগতিক বুঝে কর্মীরা সরে পড়েন। মহকুমাশাসক অমিতাভ দাস জানান, অভিযোগ এলাকাবাসী তাঁর কাছে করেননি। তবে তিনি বিস্তারিত খোঁজ নেবেন।
পুরনো খবর: সতর্ক করা হয়েছিল আগেই, কেন্দ্রের দাবি ওড়াল বিহার
|
এসি মেশিন থেকে ধোঁয়া বার হওয়ায় আতঙ্ক তৈরি হল পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। শর্ট সার্কিট থেকে এই ঘটনা বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ওই ওয়ার্ডেই মিড ডে মিল খেয়ে অসুস্থ ২৫টি শিশুর চিকিৎসা চলছে। কিছু ক্ষণের মধ্যে অবস্থা নিয়ন্ত্রণে চলে এলে স্বস্তি নামে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রোগীর আত্মীয়স্বজনদের মধ্যে। পুলিশ জানিয়েছে, আজ সাড়ে ১২টা নাগাদ হঠাৎ শিশু বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লেগেছে ভেবে রোগীর আত্মীয়রা আতঙ্কে তাদের বাচ্চাদের নিয়ে বাইরে চলে আসেন। ছুটে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ। হাসপাতালের সুপারিন্টেনডেন্ট অমরকান্ত ঝা আজাদ বলেন, “এসি মেশিন থেকে ধোঁয়া বার হওয়ায় আগুন লেগেছে ভেবে অল্প সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়েছিল। জানালা খুলে দেওয়ায় ধোঁয়া বেরিয়ে যায়। মেশিনটিও বদলে ফেলা হয়েছে।”
|
মিড-ডে মিল নিয়ে শুক্রবারও উদ্বেগজনক খবর পাওয়া মিলেছে দেশের দুই প্রান্ত থেকে। এ দিন স্কুলে দুপুরের খাবার খেয়ে ওড়িশায় অসুস্থ হয়ে পড়েছে ৩৯ জন। গোয়ায় ২০। সরকারি সূত্রে খবর, ঢেঙ্কানলের ওই প্রাথমিক স্কুলে খাবারের মধ্যে থেকে কাঁকড়াবিছে মিলেছে। খাবার খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তিন জন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ওই তিন ছাত্রছাত্রীর অবস্থা গুরুতর। গোয়ার ঘটনায় একটি সরকারি প্রতিনিধি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। শিক্ষা মন্ত্রকের অধিকর্তা অনিল পওয়ার জানিয়েছেন, অসুস্থ ছাত্রছাত্রীদের অবস্থা এখন স্থিতিশীল। কোনও কারণে খাবারে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা বলে মনে করছেন অনেকে।
|
হাসপাতালে ঢুকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম উদয় চট্টোপাধ্যায় ও সুশীল সাউ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এই দু’জন আসানসোলের ইএসআই হাসপাতালে মহিলা বিভাগে ঢুকে কর্তব্যরত নার্স ও এক জন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে। চিকিৎসক আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে। |