দু’টি মামলায় জামিন পেলেন বিমল গুরুঙ্গ
লপাইগুড়ি জেলা আদালতে আত্মসর্মপণ করে দুটি মামলায় জামিন পেলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। শুক্রবার সকালে জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে আত্মসমর্পণ করেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ, জিটিএ ডেপুটি চিফ রমেশ আলে এবং মোর্চা সমর্থক সরস্বতী প্রধান। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের জানুয়ারি মাসে নাগরাকাটা থানা এলাকায় এবং ২০১১ সালে ডুয়ার্সের শিবচুতে মোর্চা নেতাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপরে হামলা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। দুটি মামলাতেই চলতি মাসে জলপাইগুড়ি জেলা জজের এজলাসে আগাম জামিন পেয়েছিলেন গুরুঙ্গরা। আদালতের নির্দেশেই এদিন গুরুঙ্গ-সহ তিনজন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট চৌধুরী হেফাজত করিমের এজলাসে আত্মসর্মপণ করে জামিন পান।
আগাম জামিনের মতোই এদিনও সরকার পক্ষের তরফে মোর্চা নেতাদের জামিনের আবেদনের সমর্থন বা বিরোধিতা করা হয়নি। সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় বলেন, “জেলা জজের এজলাস থেকেই আগেই তিনজন আগাম জামিন পেয়েছিলেন। সে কারণে তাদের জামিনের সমর্থন বা বিরোধিতার অবকাশ ছিল না। বিমল গুরুঙ্গ-সহ তিন জনই আদালতে আত্মসর্মপণ করে জামিন পেয়েছেন।” এদিন সকালে জেলা আদালতে এসে আত্মসর্মপণের পরে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গুরুঙ্গ ডুয়ার্সের উদ্দেশ্যে চলে যান। মোর্চা সভাপতি বলেন, “বাম সরকার মিথ্যে মামলায় মোর্চা নেতা কর্মীদের ফাঁসানোর চেষ্টা করেছিল। আইনের কাছে সবই মিথ্যে প্রমাণ হচ্ছে। মোর্চা সব সময়েই অহিংসাতে বিশ্বাসী।”
গত ১ জুলাই জেলা জজের এজলাস থেকে ২০০৯ সালের নাগরাকাটা থানার মামলায় প্রথম আগাম জামিন পান গুরুঙ্গরা। ২০০৯ সালের ১৬ জানুয়ারি ডুয়ার্সের গরুবাথান থেকে নাগরাকাটার ভগৎপুর পর্যন্ত গোর্খাল্যাণ্ডের দাবিতে পদযাত্রা ছিল মোর্চার। সেই পদযাত্রা বন্ধ করতে আদিবাসী বিকাশ পরিষদ ডুয়ার্সে পাল্টা বন্ধ ডাকে। প্রশাসনের তরফে ডুয়ার্সে ১৪৪ ধারা জারি করা হয়। সেদিন ডুয়ার্সে মোর্চার জমায়েত থেকে পুলিশের গাড়িতে আগুন লাগানো-সহ ঢিল ছোঁড়া গোলমাল পাকানোর অভিযোগে গুরুঙ্গ- সহ ১৩ জন মোর্চা নেতা কর্মীর নামে মামলা দায়ের হয়। এরপরে, গত ৯ জুলাই ২০১১ সালের শিবচুর ঘটনায় আগাম জামিন পান মোর্চা নেতারা। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি পৃথক গোর্খাল্যাণ্ডের দাবি এবং ডুয়ার্সকে গোর্খাল্যান্ডে অর্ন্তভুক্ত করার দাবিতে ডুয়ার্সের শিবচু থেকে জঁয়গা পর্যন্ত মোর্চা পদযাত্রা ছিল। সেদিন পুলিশের সঙ্গে মোর্চার সংঘর্ষে তিন মোর্চা সমর্থকের মৃত্যু হয় বলে অভিযোগ। আহত হন ৫ পুলিশ কর্মী। পুলিশের তরফে মোর্চা নেতা বিমল গুরুঙ্গ-সহ ৪৫ জন সমর্থকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়। কালচিনির তৎকালীন মোর্চা সমর্থিত বিধায়ক উইলসন চম্প্রামারিকে গ্রেফতার করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। মোর্চার আইনজীবী সন্দীপ দত্ত এবং স্বরূপ মণ্ডল জানান, আদালতের রায়কে সন্মান জানিয়েই বিমলবাবুরা আত্মসর্মপণ করেছেন। মিথ্যে অভিযোগ প্রমাণ করতে আইনের পথেই লড়াই চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.