শান্তি রক্ষায় উদ্যোগী প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পঞ্চায়েত নির্বাচনের মুখে ডোমকলে গত এক মাসে কেবল বোমা বাঁধতে গিয়েই সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৪ জনের। স্থানীয় মানুষের দাবি, সংখ্যাটা কম করেও ৭ হবে। ২৯ জুন ডোমকলের কামুড়দেয়াড় গ্রামের বছর কুড়ির মিঠুন শেখ বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারান গ্রামেই। ডোমকল থানার মেহেদিপাড়া গ্রামের যুবক আবদুল ইসলাম জলঙ্গির এনায়েতপুর গ্রামে বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারান। গত বৃহস্পতিবার হরিহরপাড়ার যুবক বাবু বিশ্বাসের দেহ মেলে ডোমকলের শব্দলপুর গ্রামের মাঠে। পুলিশ জানিয়েছে বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে ওই দু’জনের। ওই এলাকার ভগীরথপুর পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান আবদুল হামিজ বিশ্বাস বলেন, “বোমা বাঁধার সময় একাধিক লোক থাকে ঘটনাস্থলে। ফলে আহত ও নিহতের সংখ্যা একের বেশিই হবে। শুনেছি, গোপনে চিকিৎসা করার সময় আরও এক জনের মৃত্যু হয়েছে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ দাস বলেন, “সুষ্ঠু নির্বাচন হবে না। তবুও বলছি শান্তিপূর্ণ ভোট হোক। ডোমকলে যাতে রক্তপাত না হয় তা চাইছি।” ব্লক কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহরায় বলেন, “গোটা রাজ্যজুড়ে ভোট ঘিরে যে অশান্তি চলছে তাতে আমরা শঙ্কিত। তারপরেও আমরা চায় এলাকায় শান্তিতে ভোট হোক।” তৃণমূলের ডোমকল ব্লকের সভাপতি কমলেশ সেনগুপ্ত বলেন, “আমরা নির্বিঘ্নে ভোট চেয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কর্মীদেরও ভোটে শান্তি বজায়
রাখতে বলেছি।”
|
মমতায় সুরেই কংগ্রেসকে তোপ শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা |
সভায় শুভেন্দু। —নিজস্ব চিত্র। |
উত্তরের ভোটকে পাখির চোখ করে দিন তিনেক ধরেই মুখ্যমন্ত্রী নিশানা করছে কংগ্রসকে। উত্তরের বেশ কিছু জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি। তৃণমূল সেখানে এখনও তেমন শক্তিশালী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেধে দেওয়া সুরেই বৃহস্পতিবার কংগ্রেসের ‘গড়’ বলে পরিচিত মুর্শিদাবাদে কংগ্রেসকে তুলোধোনা করলেন যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারী। ভোটে কংগ্রেস জেলাজুড়ে নাশকতার ছক কষছে বলে মন্তব্য করেন তমলুকের সাংসদ। তিনি বলেন, “গরুপাচারকারী ও বোমাবাজদের কংগ্রেস সিন্ডিকেট বানিয়েছে। ভোটের দিন হার এড়াতে এই সিন্ডিকেটকে কাজে লাগাবে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক থাকতে আবেদন করেছি।” শুভেন্দুবাবু জানান, মুর্শিদাবাদে এক সময় তৃণমূল দুর্বল ছিল। কিন্তু পরিবর্তনের পর দলের শক্তি বেড়েছে। রেজিনগর উপ নির্বাচনের ভোট বৃদ্ধিই তার প্রমান। মুখ্যমন্ত্রীর সুরেতেই এ দিন কংগ্রেসের সঙ্গে বিধানসভা ভোটে জোট বাধা ভুল হয়েছিল বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলেন, “জেলায় কংগ্রেস-সিপিএম হাত মিলিয়েছে। আমরা একা লড়ার প্রস্তুতি শুরু করেছি।’’
|
বোমা বাঁধতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে আলারুদ্দিন খামারু (৫২) নামে এক ব্যক্তির। তিনি থানারপাড়ার ফাজিলনগরের বাসিন্দা। শুক্রবার সকালে ফাজিলনগরের একটি শালবাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত আব্বাস মণ্ডল ও পল্টু হালসানা গ্রামেরই বাসিন্দা। আর একদিন পরই জেলায় ভোট। তার আগে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তর অভিযোগ, “মৃত আলারুদ্দিন এবং ওই ঘটনায় জড়িত সকলেই সিপিএমের হার্মাদ। ভোটের আগে ও পরে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই ওরা বোমা বাঁধছিল।” অভিযোগ অস্বীকার করে তেহট্টের সিপিএমের জোনাল কমিটির সম্পাদক আজাদ আলি শেখ বলেন, “হতাহতদের সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নেই।” তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “দু’জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”
|
সংঘর্ষে জখম
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সিপিএম-কংগ্রেসের সংঘর্ষে দু’দলের ৯ জন কর্মী-সমর্থক জখম হয়েছেন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাতে নামাজ সেরে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জের মহালদারপাড়ায় দু’দলের মধ্যে ওই ঝামেলা বাধে।
|
শান্তিপুরের বাগআঁচড়া ও হরিপুরে দলীয় প্রার্থীর প্রচারে সভা করেন প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুইঞা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী বলছেন, কংগ্রেস করতাম ভাবলে ঘৃণা হয়। কিন্তু কংগ্রেসের গর্ভে তাঁর জন্ম। মাথায় উপর রাজীব গাঁধীর আর্শীবাদের হাত ছিল বলেই মমতা আজ মমতা হতে পেরেছেন। নরসিমা রাওয়ের আমলে কংগ্রেসের দৌলতে মমতা কেন্দ্রীয় মন্ত্রী হন।” কেন্দ্রে যুক্তরাষ্ট্রীয় জোট গড়ার মমতার আবেদনে কোনও দলই সাড়া দিচ্ছে না বলে কটাক্ষ করেন মানসবাবু। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রীয় জোট অলীক কল্পনা। মমতাকেই ঠিক করতে হবে তিনি কংগ্রেস না বিজেপির হাত ধরবেন।” |