|
|
|
|
|
|
টুকরো খবর |
প্রদর্শনী
পরমা দাশগুপ্ত |
|
ছবি: স্বাতী চক্রবর্তী |
এক দিকে ওড়িশার আধুনিক ডিজাইনের কাঁসার বাসন, কাঠের নানা ধরনের প্লেট, স্যুপ বোল-চামচের সেট। অন্য দিকে, মিনাকারি করা হাতা, চামচ, ছুরি, মধুবনী কাজ করা ট্রে, ব্লু পটারির বাটি, ট্রে, স্ন্যাকস প্লেট, কাচের বোতল চ্যাপ্টা করে তৈরি স্টার্টার প্লেট। সৌজন্যে ‘পাত্রম’। ক্রাফ্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার বিপণি ‘কমলা’য় চলছে বাসনপত্র ও ঘর সাজানোর নানা নজরকাড়া সামগ্রীর এই প্রদর্শনী। রয়েছে মোগল আমলের ধাঁচে সোনালি কাজ করা দেওয়ালে টাঙানোর কাঠের প্ল্যাক, ফ্রিজের গায়ে সাঁটার মিনাকারি করা মোটিফ, মধুবনী পেন্টিং করা উজ্জ্বল রঙের জলচৌকি, টিফিনকৌটো, মাটির গ্লাস, কাঠের ফুলদানি, ফ্লাওয়ার পট, ট্রে, পেটানো তামার মোমবাতিদান, জলের জগ, সাজিয়ে রাখার নানা টুকিটাকি, অসমের বেতের ঝুড়ি, চকোলেট বা বিস্কুট ভরে দেওয়ার ছোট্ট ছোট্ট কোণ, কচুরিপানার ব্যাগ আরও কত কী! ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ, শনিবার। |
দেওয়া হল শববাহী গাড়ি |
|
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে শববাহী গাড়ি দেওয়া হল। একই সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রী এবং এভারেস্ট-বিজয়ী উজ্জ্বল রায় ও দেবদাস নন্দীকে সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মালা সাহা, এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা, কাউন্সিলর পুষ্পালি সিংহ, শান্তনু সেন, ব্রজেন্দ্রকুমার বসু, মোহনবাগানের সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। |
অন্য পথে |
পড়াশোনার মান যথেষ্ট ভাল বলেই দাবি ওঁদের। এবং শুধু নিরস পড়াশোনাই নয়, পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক শিক্ষা, শিক্ষামূলক ভ্রমণও। পুরোটাই অবৈতনিক। ২০০৩-এ শুরু হওয়ার পরে, শিবমন্দির সেবা প্রতিষ্ঠানে এখন দুঃস্থ পরিবারের ৯৫ জন ছেলেমেয়েকে নিয়ে চলছে একটি অবৈতনিক সান্ধ্য বিদ্যালয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভাবে অনুদানের উপর নির্ভরশীল।কর্তৃপক্ষ জানিয়েছেন, সপ্তাহে ছ’দিন ইনফ্যান্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। রয়েছে কম্পিউটার ও স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী বা মিউজিয়ামে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। বছরে এক বার হয় পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টিফিনের ব্যবস্থা। স্কুলের পোশাক, বই-খাতা ইত্যাদিও দেওয়া হয়। প্রতি সপ্তাহে আসেন দু’জন পেশাদার হোমিওপ্যাথ চিকিৎসক এবং প্রয়োজনে ওষুধ দেন বিনামূল্যে। কোনও বড় অসুস্থতার ক্ষেত্রে যথাসম্ভব সহায়তা করা হয়। প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাম্বুল্যান্স পরিষেবাও রয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেরাই একটি ‘স্বেচ্ছা সঞ্চয় যোজনা’ চালায়। কারও সঞ্চয়ের পরিমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উপযুক্ত হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিমা যোজনার ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আরও জানালেন, মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অনুরোধ জানিয়েছে উচ্চমাধ্যমিক স্তরের পাঠ চালু করার জন্য। সাপ্তাহিক চেক-আপের জন্য একজন অ্যালোপ্যাথ চিকিৎসক নিয়োগ করার ইচ্ছাও রয়েছে। যারা কম্পিউটার, পলিটেকনিক বা নার্সিং-এর কোর্স করতে চায়, তাদেরও সহায়তা করার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে। |
|
‘প্রাচ্য’ আয়োজিত আন্তর্জাতিক বাংলা
নাট্যমেলার
উদ্বোধনী
অনুষ্ঠানে রমেন্দু মজুমদার
ও
আশিস গোস্বামী।
কামারহাটি নজরুল
মঞ্চে। ছবি: সজল চট্টোপাধ্যায় |
|
কাশী বোস
লেন
দুর্গাপুজো
কমিটির খুঁটিপুজো। |
উল্টোডাঙা সংগ্রামী-র
খুঁটিপুজো। ছবি:স্বাতী চক্রবতী |
|
সঙ্ঘশ্রী-র খুঁটিপুজো। |
|
দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব সমিতির খুঁটিপুজো।
রয়েছেন
রাজ্যের
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,
মেয়র
পারিষদ
(উদ্যান)
দেবাশিস
কুমার
প্রমুখ।
ছবি: শুভাশিস ভট্টাচার্য |
|
কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব-এর
খুঁটিপুজো।
রয়েছেন গার্গী রায়চৌধুরী,
কস্তুরী গোস্বামী, অজয় ঘোষ প্রমুখ। |
বাঙ্গুর অ্যাভিনিউ প্রতিরোধ বাহিনী-র খুঁটিপুজো।
রয়েছেন
স্থানীয়
কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য
এবং ২৯ নম্বর
ওয়ার্ড কমিটির
সম্পাদক
অতীন রায়। ছবি: দেবীপ্রসাদ সিংহ |
|
‘ঠাকুর শ্রীশ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ’-র রথযাত্রায় রয়েছেন সমীর ব্রহ্মচারী,
তপন সিকদার, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি নিউ ব্যারাকপুরের দক্ষিণ কোদালিয়ায়।
|
|
|
|
|
|
|