|
|
|
|
|
|
কবিতার টানে |
ই-প্রযুক্তির শহর সিঙ্গাপুরেও বাংলা কবিতার প্রেম সজীব রেখেছেন দেবযানী। কবিতাকে ঘিরে নানা
অনুষ্ঠানের জন্য তৈরি করেছেন একটি সংস্থাও। সিঙ্গাপুর থেকে ফিরে লিখছেন আশিস পাঠক |
শুধু কি এই কলকাতা কবিতার?
দেবযানী মিত্র বলবেন, না। কড়া শৃঙ্খলার শহর সিঙ্গাপুরে দীর্ঘ দিন ধরে বাংলা কবিতার ফুল ফুটিয়ে চলেছেন তিনি। শুধু তাই নয়, কবিতাকে ঘিরে বাঙালি সংস্কৃতির ছোঁয়া সিঙ্গাপুরের বাতাসে নিয়মিত বইয়ে দেবেন বলে সে দেশে একটি সংস্থাও গড়েছেন তিনি, জোয়ি প্রাইভেট লিমিটেড। তারই প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান হল সিঙ্গাপুরের ঝাঁচকচকে সাংস্কৃতিক কমপ্লেক্স এসপ্ল্যানেড বে থিয়েটারে।
এ শহরের কফিহাউসে নিয়মিত কবিতা নিয়ে জমজমাট আড্ডা দিতেন দেবযানী। জীবনের অনেকটা সময় কাটিয়েছেন দুর্গাপুরে। |
|
সৌমিত্র চট্টোপাধ্যায় ও ব্রততী বন্দ্যোপাধ্যয়ের কণ্ঠে দেবযানী মিত্রের কবিতা আবৃত্তির অ্যালবাম ‘অনন্যা’-র
প্রকাশ অনুষ্ঠানে কবি
ও শিল্পীরা।
রয়েছেন
কল্যাণ সেনবরাটও। আয়োজনে ‘আশা অডিও’।
সম্প্রতি অক্সফোর্ড বুক স্টোরে। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
বাবার ছিল আবৃত্তির শখ। সেই সূত্রে কবিতার বীজ ছোট থেকেই পেয়েছিলেন। আকাশছোঁয়া সারি সারি বহুতল আর চূড়ান্ত ই-প্রযুক্তির শহর সিঙ্গাপুরেও সেই কবিতাপ্রেম এখনও এতটাই সজীব যে নিজের সংস্থার প্রথম অনুষ্ঠানেও বেছে নিলেন কবিতাকেই। আয়োজন করলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তির সন্ধ্যা। রবীন্দ্রনাথ থেকে সুবোধ সরকার কবিতায় কবিতায় বাংলা ভাষা উচ্চারিত হল এসপ্ল্যানেড বে থিয়েটারের হলে সাম্প্রতিক
এক সন্ধেবেলায়।
সন্ধে, নাকি রোদ্দুরের দিন? প্রবাসী বাঙালিদের সামনে একের পরে এক কবিতা যখন আবৃত্তি করছিলেন ব্রততী তখন পিন পড়লেও খুঁজে পাওয়া যাবে এমন নিকোনো থিয়েটারে যেন ঝরে পড়ছিল রোদ। কিন্তু কেন এমন আয়োজন? |
|
সিঙ্গাপুরের অনুষ্ঠান |
“শুধু আমার লেখা কবিতা বলে নয়, এই শহরে দীর্ঘ প্রবাসে থেকে আমি বাংলা কবিতার জন্য যে টানটা অনুভব করি, দূরে থাকার জন্য যে দুঃখটা হয়, আমার মতো আরও অনেক প্রবাসীও সেটা অনুভব করেন। তাই মাঝে মাঝেই এমন অনুষ্ঠান করতে চাই এখানে,” বে থিয়েটারের চত্বরে দাঁড়িয়ে বলছিলেন দেবযানী। পাশাপাশি, নিজের কবিতার চর্চাটাও চালিয়ে যাচ্ছেন দেবযানী। আর সে সব কবিতার বেশির ভাগই কলকাতাকে ঘিরে, ক্রমশ হারাতে বসা ‘বাঙালিত্ব’কে ঘিরে। তেমনই বেশ কিছু কবিতার আবৃত্তির অ্যালবাম ‘অনন্যা’ প্রকাশিত হল সম্প্রতি এই শহরে, অক্সফোর্ড বুকস্টোরে। কবিতাগুলি আবৃত্তি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ব্রততী বন্দ্যোপাধ্যায়।
সুতরাং, প্রবাসে দৈবের বশে বাংলা ভাষা আর কবিতাকে ভোলেননি দেবযানী, বরং আঁকড়ে ধরেছেন আরও বেশি। |
|
|
|
|
|