বিনোদনের টুকরো খবর
আদালতে হাজিরা সলমনের
শুক্রবার মুম্বইয়ের আদালত থেকে বাড়ির পথে সলমন। ছবি: পিটিআই
বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলায় মুম্বইয়ের দায়রা আদালতে হাজিরা দিলেন সলমন খান। তাঁকে ফের ২৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ইউ বি হেজিব। সে দিন তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। শুক্রবার আদালতে হাজির হওয়ার পরে কাঠগড়ায় বসতে হয় সলমনকে। কাঠগড়ার বাইরে দাঁড়িয়ে ছিলেন তাঁর বোন অর্পিতা। হাজির ছিলেন তাঁর আর এক বোন আলভিরাও। শুনানির সময়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলেন সলমন। তখন তাঁকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিচ্ছিলেন অর্পিতা। ওই মামলার শুনানির সময়ে অন্য কাউকে হেজিবের এজলাসে ঢুকতে দেয়নি পুলিশ। ফলে, এজলাসের বাইরে গোলমাল শুরু হয়। এক সময়ে গোলমাল বন্ধ করার জন্য আদালতের এক কর্মীকে নির্দেশ দিতে বাধ্য হন হেজিব। ২০০২ সালে সলমনের গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু হয় বলে অভিযোগ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনার নির্দেশ দিয়েছে আদালত।

পুরনো খবর:

দ্বিজেন্দ্রলাল স্মরণে উদ্যোগী ত্রিপুরা
কবি, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাহিত্য পত্রিকা ‘গোমতী’-র দ্বিজেন্দ্রলাল রায় সংখ্যা প্রকাশিত হল। তথ্য ও সাংস্কৃতিক দফতরের তরফে ‘গোমতী’-র এই সংখ্যাটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে দ্বিজেন্দ্রলালের ভূমিকা আজও প্রাসঙ্গিক, এ কথা বলে ভানুলালবাবু বলেন, ‘‘ডি এল রায়ের দেশাত্মবোধক চেতনা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’’ তাঁর আক্ষেপ, স্বাধীনতা আন্দোলনে ডি এল রায়ের ভূমিকা কী ছিল, বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েরাই তা ঠিক মতো জানে না। কিন্তু তারা জানে হ্যারি পটার কে! ডি এল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ, মুন্সী প্রেমচাঁদের সাহিত্যকৃতি সুদূরপ্রসারী। শুধুই শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আধুনিক বাঙালির মনন ও সাহিত্যচর্চা যেন আটকে না থাকে, এ সাবধানবাণীও মন্ত্রীর কথায় শোনা গেল। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম সার্ধশতবর্ষ সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। মন্ত্রী জানান, “ভীষ্মদেব স্মৃতি পুরস্কারের মাধ্যমে ছোটদের যে নাট্য উৎসব হয় এ রাজ্যে, এ বছর তার ‘থিম’ দ্বিজেন্দ্রলাল। এ ছাড়াও, রাজ্যের বিভিন্ন নাট্যকর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই নাট্যকার ও কবির সাহিত্যসৃষ্টি নিয়ে যেখানেই যা অনুষ্ঠান করবেন, সেখানে রাজ্য সরকার সাহায্য করবে।

নাটকে সেরা
রাজ্য স্তরে আন্তঃস্কুল বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতায় প্রথম হল পুরুলিয়া শহরের বাবলিং বার্ডস স্কুল। সম্প্রতি কলকাতার বিড়লা ইন্ডস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে রাজ্য স্তরের নাটক প্রতিযোগিতা হয়। বাবলিং বার্ডস পরিবেশন করেছিল পরিবেশরক্ষা বিষয়ক নাটক ‘তাতল ভূমির তিয়াস’। তারা এ বার পূর্বাঞ্চলের রাজ্যগুলির নাটক প্রতিযোগিতায় যোগ দেবে। শুধু নাটক নয়, সেরা পরিচালকের শিরোপাও পান পুরুলিয়ারই সুদিন অধিকারী ও সেরা অভিনেতা নির্বাচিত হয় ওই স্কুলের ছাত্র সুরজিৎ মোদক।

নাটকের মহরত
উল্টোরথের দিন বৃহস্পতিবার মানবাজারের প্রাচীন নাট্যসংস্থা নিউ শিল্পীমহলের মহরত অনুষ্ঠান হল। সংস্থার অন্যতম কর্ণধার সমীর মুখোপাধ্যায় বলেন, “প্রথা মেনে এ দিন সন্ধ্যায় ফি বছরের মতোই নতুন পালার নাম ঘোষণা করা হয়। পুজোপাঠও হয়। শিল্পী ও নাট্যমোদী দর্শকরাও উপস্থিত ছিলেন।

মুম্বইয়ে ছবির প্রদর্শনীতে অমিতাভ। ছবি: এএফপি



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.