মহিষমর্দিনী পুজোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কালনা থানার তরফে একটি বৈঠক হয়ে গেল শুক্রবার। শহরের মালঞ্চ হলে পুরসভা এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকটি হয়। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, জলপথ ও স্থলপথে মেলা প্রাঙ্গণে যাতায়াতে থাকবে কড়া নিরাপত্তা। |
চলছে মহিষমর্দিনী প্রতিমা তৈরির কাজ। —নিজস্ব চিত্র। |
পুলিশের তরফে জানানো হয়েছে, নৌকায় ৫০ জনের বেশি তোলা যাবে না। মেলার মাঠের চারপাশে টাঙাতে হবে সতর্কীকরণ ফ্লেক্স। এছাড়া পুজো মণ্ডপের কাছে ক্যাম্প করে দমকল বাহিনী রাখা হবে। উৎসবের দিনগুলোয় প্রতিবারের মতো দুর্গাপুর থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স বাহিনী আনা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ টহলও থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের সাহায্য করার জন্য থাকবে সাদা পোশাকের পুলিশ। কালনা থানার ওসি অমিত মিত্র জানান, পুজোয় বেশি সংখ্যক বাহিনী আনার চেষ্টা চলছে। পুজো কমিটির সভাপতি বিজন শেঠ জানান, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পুজো প্রাঙ্গণে সিসিটিভি লাগানো হবে। এ দিনের বৈঠকে কালনা পুরসভার তরফে জল, স্বাস্থ্য পরিষেবা, শৌচাগার এ সব নিয়েও কার্যকরী পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। কালনা পুরসভার উপ-পুরপ্রধান দেবপ্রসাদ বাগ বলেন, “উৎসব সুষ্ঠু ভাবে চালাতে গেলে মেলা কমিটিকে কার্যকরী ভূমিকা নিতে হবে।” বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও নানা আশ্বাস দেওয়া হয়েছে। |