বাইক-বাহিনী নিয়ন্ত্রণের দলে দময়ন্তী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের প্রচারে বাইক-বাহিনী নিয়ন্ত্রণে আট সদস্যের দলে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন দময়ন্তী সেন। তিনি এখন ডিআইজি (দার্জিলিং) পদে রয়েছেন। বাইক-বাহিনী নিয়ন্ত্রণে বুধবারেই কলকাতা হাইকোর্ট আট সদস্যের নজরদার দল গড়ার নির্দেশ দিয়েছিল। ওই দলের চার জন হবেন সরকারের প্রতিনিধি। বাকি চার জন কমিশনের। কমিশন সূত্রের খবর, সরকারের তরফে দময়ন্তী ছাড়া আর যে-তিন জনের নাম পাঠানো হয়েছে, তাঁরা হলেন আইজি (উত্তরবঙ্গ) শশিকান্ত পূজারী, আইজি (সশস্ত্র) ড্যানিয়েল লেপচা এবং ডিআইজি (মুর্শিদাবাদ) অশোক প্রসাদ। কমিশনের চার সদস্য হলেন সোমেশচন্দ্র ভট্টাচার্য, ছোটেন ধেনদুপ লামা, কালীপদ দাস এবং গৌতম ঘোষ। সকলেই আইএএস অফিসার। এখন তাঁরা নির্বাচন কমিশনের জেলা পর্যবেক্ষক। আজ, শুক্রবার ওই দলের কাজ শুরু করার কথা। চতুর্থ ও পঞ্চাম দফার নির্বাচনের প্রচারে অশান্তি রুখতে দলটি হঠাৎ হঠাৎ বিভিন্ন এলাকায় হানা দেবে।
পুরনো খবর: বাইক-বাহিনীতে নজর রাখতে দল গড়ল কোর্ট
|
মামলার হুঁশিয়ারি বিজেপি-র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে তাঁকে চিঠি পাঠালেন বিজেপি-র হাওড়ার প্রাক্তন সভাপতি অম্বুজ শর্মা।
সম্প্রতি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারসভায় মুখ্যমন্ত্রী বিজেপি-র সঙ্গে সিপিএমের গোপন আঁতাঁতের অভিযোগের প্রমাণ হিসাবে কয়েকটি নথি দেখান। তার প্রতিপাদ্য ২০১১ সালের বিধানসভা ভোটে বিজেপি নেতা অম্বুজবাবু সিপিএমের থেকে ১৫ লক্ষ টাকা নেন। অম্বুজবাবুর দাবি, ওই তথ্য মিথ্যা এবং ওই নথি ভুয়ো। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ওই প্রসঙ্গ উল্লেখ করে অম্বুজবাবু জানান, চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার না করলে আইনি পদক্ষেপ করবেন তিনি। |