শ্বশুরবাড়িতে জামাইয়ের দেহ
নিজস্ব প্রতিবেদন |
শ্বশুরবাড়িতে মিলল জামাইয়ের গলায় দড়ির ফাঁস দেওয়া দেহ। বৃহস্পতিবার সকালে হুড়া থানার লক্ষ্মণপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে উমাশঙ্কর দাসের (৩৫) দেহ উদ্ধার হয়। হুড়া থানার চিনাকুড়ি গ্রামে তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, পেশায় কৃষক ওই যুবক সম্প্রতি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। বুধবার রাতে সেখানেই গলায় দড়ির ফাঁস দেওয়া তাঁর দেহ দেখতে পাওয়া যায়। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্ত করতে পাঠানো হয়। অন্য দিকে, বৃহস্পতিবার বরাবাজারের সিন্দরি গ্রামে নি জের বাড়িতে গলায় দড়ির ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দেবকুমার সূত্রধর (২৭)। তিনি গ্রামেই একটি মুদির দোকান চালাতেন। বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মাঠে চাষের কাজ করতে গিয়ে পুরুলিয়ার জয়পুর থানার কুরমিডি গ্রামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত গোলাপী মাহাতোর (২৯) বাড়ি ওই গ্রামেই। বুধবার দুপুরে তিনি গ্রামের মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময়ে হঠাৎ অসুস্থ হয় পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ভর্তি করেন জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁর মৃত্যু হয়। |
বাস দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাস উল্টে আহত হলেন ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে তালড্যাংরা-বিষ্ণুপুর রাস্তায়, ওন্দা থানার নাকাইজুড়ি গ্রামের কাছে। আহতদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে আসা হয়। আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি সাত জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কারও আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পরে বাস ফেলে চালক পালিয়ে যান। |
পুরুলিয়ায় ট্রেনে কাটা, মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
দু’টি পৃথক জায়গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির। বুধবার রাতে ট্রেনের ধাক্কায় আদ্রা ডিভিশনের আনাড়া স্টেশনের কাছে মৃত্যু হল বছর চল্লিশের এক ব্যক্তির। একই সময়ে ঝালদা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়েন ৫০ বছরের এক ব্যক্তি। |
উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী খুঁটি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করল। বুধবার রাতে তাঁদের ধরা হয়। ধৃতেরা হলেন পুঞ্চা থানার বারমেশিয়া গ্রামের বাপি বাউরি ও লালপুর গ্রামের সাধন মাণ্ডি। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া কিছু যন্ত্রাংশ মিলেছে। |