তৃণমূল সংগঠনে বিবাদ
তৃণমূল রাজ্যের ক্ষমতায়। অথচ, তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্বে ছেদ নেই!
বৃহস্পতিবার মেদিনীপুরে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। কালেক্টরেট ক্যাম্পাসে সংগঠনের কার্যালয়ে যখন সেই কর্মসূচি চলছে, তখন তৃণমূল প্রভাবিত অন্য দু’টি সংগঠন বিদ্যাসাগর হলে সভা করে পাল্টা ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন গঠন করল। এতে চাঞ্চল্য ছড়িয়েছে। তৈরি হয়েছে বিভ্রান্তিও।
তৃণমূল প্রভাবিত সব কর্মচারী সংগঠনকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যস্তরে ‘ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন’ তৈরি হয়। মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতিকে চেয়ারম্যান করে রাজ্যের কোর কমিটি গঠিত হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জেলায় জেলায় তৃণমূল প্রভাবিত সব কর্মচারী সংগঠনকে এক ছাতার তলায় আনতে হবে। সেই মতো জেলাস্তরে ইউনাইটেডের কমিটি গঠন শুরু হয়। গত মে মাসে মেদিনীপুরে এক বৈঠক থেকে জেলাস্তরের কোর কমিটি গঠন করা হয়। কমিটির কনভেনর হন অরুণ প্রতিহার। তিনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ইউনিফায়েড) জেলা সম্পাদক। এরপরই বিতর্ক বাধে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)-সহ দু’টি সংগঠন বেঁকে বসে। তাদের দাবি, একতরফা ভাবে জেলা কোর কমিটি হয়েছে। যে ভাবে সদস্যপদ ভাগ করা হয়েছে, তাতে তাঁদের আপত্তি রয়েছে। এ ক্ষেত্রে একটি সংগঠনকে (ইউনিফায়েড) অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। এই অনুষ্ঠানে ছিলেন মৃগেন মাইতি, জেলা কনভেনর অরুণ প্রতিহার প্রমুখ।
দুপুরে বিদ্যাসাগর হলে সভা করে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)-সহ দু’টি সংগঠন। ছিলেন ফেডারেশনের রাজ্য নেতা মনোজ চক্রবর্তী, অপূর্ব কাঞ্জিলাল, মঙ্গলময় ঘোষ প্রমুখ। একযোগে মৃগেনবাবুর বিরুদ্ধে সরব হন সকলে। অপূর্ববাবু বলেন, “মেদিনীপুরে ফেডারেশনের অফিস রয়েছে। ওই অফিসে বসে বিধায়ক দলের কাজ চালাচ্ছেন। আমি কাগজপত্র চেয়েছি। মামলা করব।” মনোজবাবুর বক্তব্য, “কোনও একটি সংগঠনের আধিপত্য আমরা মেনে নেব না। তাই প্রতিবাদ করেছি।” নেতৃত্বের দাবি, এই সভা থেকেও ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন গঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম কনভেনর হয়েছে সুব্রত সরকার এবং অজয় ভুঁইয়া। সুব্রতবাবু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (পশ্চিমবঙ্গ) জেলা সম্পাদক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে আমল দেননি মৃগেনবাবু। তাঁর কথায়, “রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের সঙ্গেই রয়েছেন। কুৎসার কী জবাব দেব?”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.