টুকরো খবর
বুথে শহিদ দিবস
পঞ্চায়েত নির্বাচনের জন্য এ বার ধর্মতলায় তৃণমূল শহিদ দিবস পালন করছে না। বদলে আগামী ২১ জুলাই পশ্চিম মেদিনীপুরের প্রতিটি বুথ, অঞ্চল এবং ব্লকে শহিদ দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। বৃহস্পতিবার তিনি বলেন, “ইতিমধ্যে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রতিটি বুথ, অঞ্চল এবং ব্লকে শহিদ দিবস পালন করা হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।”

বই পড়া নিয়ে কর্মশালা স্কুলে
বই পড়ার অভ্যাস বাড়াতে কর্মশালা শুরু হল খড়্গপুর রেলওয়ে গার্লস স্কুলে। রেলমন্ত্রক এবং ন্যাশনাল বুক ট্রাস্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে কর্মশালা শুরু হয়। দু’দিন ব্যাপী কর্মশালা চলবে আজ, শুক্রবার পর্যন্ত। সঙ্গে রয়েছে বই প্রদর্শনী। প্রথম দিনের অনুষ্ঠানে ছিলেন রেলবোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রেমপাল শর্মা, দক্ষিণ-পূর্ব রেলের চিফ পার্সোনাল অফিসার মনোজ পাণ্ডে, খড়্গপুরের ডিআরএম আর কে কুলশ্রেষ্ঠ, ন্যাশনাল বুক ট্রাস্টের সম্পাদক মানসরঞ্জন মহাপাত্র প্রমুখ। দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত খড়্গপুর, আদ্রা, চক্রধরপুর এবং রাঁচি ডিভিশনের বিভিন্ন রেলওয়ে স্কুলের অধ্যক্ষ, শিক্ষকেরা কর্মশালায় যোগ দিয়েছেন। সঙ্গে ছাত্রছাত্রীরাও। এমন কর্মশালার ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। কারণ, তাদের মধ্যে আরও বেশি বই পড়্যার অভ্যাস গড়ে উঠবে।

প্রয়াত শিক্ষক
প্রাক্তন প্রধান শিক্ষক গোলকবিহারী পণ্ডার মৃত্যু হল বৃহস্পতিবার। বয়স হয়েছিল ৯৩ বছর। গোলকবাবুর বাড়ি গোয়ালতোড় থানা এলাকার হুমগড়ে। তিনি সারা জীবনই শিক্ষার প্রসারে নিজেকে যুক্ত রেখেছিলেন। প্রথম জীবনে কলকাতায় পড়াশোনা ও কলেজে শিক্ষকতা করেছিলেন। পরবর্তীকালে নিজের এলাকায় চলে আসেন। প্রথমে গড়বেতা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। তারপরে হুমগড় চাঁদাবিলা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত অবশ্য ওই স্কুলেই ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

রথ উৎসবের সমাপ্তি
উল্টোরথে শহরের পঞ্চুরচকে সন্ধ্যারতিতে মানুষের ঢল। রামপ্রসাদ সাউ।
শেষ হল রথযাত্রা। বৃহস্পতিবার ছিল উল্টোরথ। এ দিন মাসীর বাড়ি থেকে রথ বেরিয়ে শহর পরিক্রমা শেষে মেদিনীপুর জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছয়। পঞ্চুরচকে হয় সন্ধ্যারতি। কলেজ রোডে বসে মেলা। রথের রশিতে টান দিতে বিকেল থেকেই রাস্তার দু’ধারে প্রচুর মানুষ ভিড় করেন। উল্টোরথের উৎসাহ ছিল খড়গপুরেও। জগন্নাথ মন্দির এলাকায় দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে। মেলা প্রাঙ্গণেও ছিল ভিড়।

শালবনিতে মাইন
শালবনির জঙ্গলে ল্যান্ডমাইন মিলল বৃহস্পতিবার। গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে বীরভানপুর ও গাড়রা জঙ্গলে তল্লাশিতে যায় যৌথবাহিনী। দু’টি জঙ্গলের মাঝে একটি জায়গায় ল্যান্ডমাইন পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মাটি খুঁড়ে মাইন ছাড়াও মেলে মাওবাদী প্রচার পুস্তিকা। আগামী দিনে জঙ্গলমহলে জোরদার তল্লাশি চালাবে পুলিশ।

কৃতী সংবর্ধনা
মেদিনীপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার এলাকার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, দলের জেলা সভাপতি দীনেন রায়, শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। শহরের এক সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত হয় ২৯ জন ছাত্রছাত্রী। সঙ্গে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। শিবিরে সবমিলিয়ে ৫৪ জন রক্ত দেন বলে উদ্যোক্তারা জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.