লক্ষ্য আসন বাড়ানো
উত্তর-পূর্বের জন্য আরও ৬০০ কোটি
কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদ শেষ হতে আর দশ মাসও বাকি নেই। তার আগে উত্তর-পূর্বের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে সেগুলি দ্রুত রূপায়ণের জন্য আজ বাড়তি ৬০০ কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই সঙ্গে উত্তর-পূর্বের পরিকাঠামো প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীদের শীঘ্রই দিল্লিতে এক বৈঠকে ডাকার জন্য যোজনা কমিশনের উপাধ্যক্ষ মন্টেক সিংহ অহলুয়ালিয়াকে নির্দেশ দিয়েছেন তিনি।
সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে, বিমানমন্ত্রী অজিত সিংহ এবং বিদ্যুৎমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়, উত্তর-পূর্বের তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প মার্চ মাসের মধ্যে শেষ করার জন্য অতিরিক্ত ৪০০ কোটি টাকা বরাদ্দ করতে চিদম্বরমকে নির্দেশ দিয়েছেন মনমোহন। ওই তিনটি হল, অরুণাচলপ্রদেশের হরমাটি-নাহারলাগুন প্রকল্প, মেঘালয়ের দুধনোই-মেহদিপাথর প্রকল্প এবং রংপুরা থেকে উত্তর লখিমপুর পর্যন্ত গেজ পরিবর্তন প্রকল্প। প্রধানমন্ত্রীর তরফে অর্থ বরাদ্দের এই আশ্বাস পেয়ে রেলমন্ত্রী খার্গে তাঁকে প্রতিশ্রুতি দেন, ২০১৪ সালের জানুয়ারির মধ্যে এই তিনটি প্রকল্পে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো শুরু করে দেবে রেল। এই তিন প্রকল্পের পাশাপাশি লানচিং-শিলচর গেজ পরিবর্তন এবং বগিবিল সেতু নির্মাণের জন্যও আরও ২০০ কোটি টাকা বরাদ্দ করছে অর্থ মন্ত্রক।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক অফিসার আজ বলেন, দিল্লিতে বসে হয়তো এই পদক্ষেপের তাৎপর্য বোঝা যাবে না। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বাড়ানো, আর তার মাধ্যমে সেখানকার আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই তিন প্রকল্প ইতিবাচক ভূমিকা নেবে। রেল প্রকল্পের পাশাপাশি উত্তর-পূর্বে জলবিদ্যুৎ প্রকল্পগুলির কাজ তাড়াতাড়ি শেষ করতেও আজ বিদ্যুৎমন্ত্রীকে নির্দেশ দেন মনমোহন।
তবে উত্তর-পূর্ব নিয়ে সরকারের সহসা সক্রিয় ওঠা অনেকে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সরকারের এই পদক্ষেপ ঘটা করে প্রচারের জন্য তৎপরতা শুরু করে দিয়েছে কংগ্রেস। কাল কংগ্রেস সদর দফতরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করবেন অসমের কংগ্রেস নেতা তথা কেন্দ্রে উত্তর-পূর্ব বিষয়ক মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার। প্রসঙ্গত, উত্তর-পূর্বের আটটি রাজ্যে মোট ২৫টি লোকসভার আসন রয়েছে। সূত্রের খবর, এর মধ্যে ত্রিপুরার দুটি আসন জেতার আশা বিশেষ করছে না কংগ্রেস। বাকি ২৩টি আসনের মধ্যে এই মুহূর্তে ১৩টি কংগ্রেসের দখলে রয়েছে। সেই সংখ্যা এ বার আরও বাড়াতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রীর তরফে উদ্যোগকে সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.