টুকরো খবর |
নারী নিগ্রহ রুখতে শিলচর থেকে লাদাখ |
নারী নিগ্রহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিতে মোটরসাইকেলে শিলচর থেকে লাদাখ ঘুরবেন তাঁরা। ‘সেভ আওয়ার মাদার, সেভ আওয়ার ডটার’দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন এই স্লোগান। এমনই উদ্দেশ্য নিয়ে মোটরসাইকেল-যাত্রা করবেন শিলচরের ‘ইয়ুথ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সেন্টার’-এর আট সদস্য। সংগঠনটি জানিয়েছে, ১২ অগস্ট ওই অভিযান শুরু হবে। গুয়াহাটি, শিলিগুড়ি, লখনউ হয়ে দিল্লি। সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ওই আট তরুণ। তার জম্মু-কাশ্মীর হয়ে লাদাখ।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু, রণক্ষেত্র স্টেশন |
ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আরা স্টেশন চত্বর। পুলিশ সূত্রের খবর, জনতার ইটে জখম ৬ আরপিএফ জওয়ান। জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ জনসাধারণ এক্সপ্রেস আরা স্টেশনে ঢোকার সময় এক যাত্রী ট্রেন থেকে পড়ে যান। এর পরই উত্তেজনা ছড়ায়। আরপিএফ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাত পর্যন্ত স্টেশন চত্বরে উত্তেজনা রয়েছে।
|
পুলিশকর্তার বাড়িতে সিবিআই হানা |
ঝাড়খণ্ড পুলিশের এক উচ্চপদস্থ অফিসারের সরকারি আবাসে হানা দিল সিবিআই। তদন্ত সংস্থা সূত্রে খবর, ওই অফিসারের স্বামী সন্তোষ দুবে রেল পুলিশের উচ্চপদে কর্মরত। রাঁচিতে তাঁর অশোকনগরের বাংলোতেও বৃহস্পতিবার হানা দেয় সিবিআই। ঝাড়খণ্ডের পুলিশকর্তা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সিবিআই সূত্রে খবর, সেখান থেকে বেশ কিছু কাগজপত্র আটক করা হয়েছে।
|
আত্মসমর্পণ ৪৫ জঙ্গির |
অস্ত্র-সহ আত্মসমর্পণের পর সংঘর্ষবিরতি চুক্তিতে স্বাক্ষর করল মণিপুরের একটি জঙ্গি সংগঠনের নেতা-সদস্যরা। প্রশাসনিক সূত্রের খবর, দলের শীর্ষনেতা এস কে থাডৌয়ের নেতৃত্বে ‘ইউনাইটেড ট্রাইবাল লিবারেশন আর্মি’ (ইউটিএলএ) সংগঠনের ৪৫ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। এরপরই সংঘর্ষবিরতি চুক্তি করেন থাডৌ এবং রাজ্যের প্রধান সচিব সুরেশ বাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি একে ৪৭, একটি একে ৫৬, দু’টি এম ১৬, ১১টি পিস্তল, ছ’টি কার্বাইন, একটি সাব-মেশিনগান, ছ’টি রাইফেল, একটি লিথড গান, নয়’টি দেশি বন্দুক এবং প্রচুর কার্তুজ জমা দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিরা।
|
সেনা মুখপাত্রের জামিন মিলল |
মাদক পাচারের অভিযোগে ধৃত সেনাবাহিনীর এক মুখপাত্র-সহ তিন জনকে জামিন দিল ইম্ফলের এনডিপিএস আদালত। বুধবার বিচারক অভিযুক্তদের ১ লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। পুলিশ সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি থৌবালের পাল্লেল এলাকায় একটি সেনা কনভয়ে তল্লাশি চালিয়ে ২৫ কোটি টাকার মাদক-ট্যাবলেট আটক হয়েছিল। মোরে সীমান্ত হয়ে মায়ানমারে ওই মাদক পাঠানোর ছক ছিল পাচারকারীদের। ঘটনায় জড়িত অভিযোগে সেনা মুখপাত্র কর্নেল অজয় চৌধুরী ও রাজ্যের কংগ্রেস বিধায়কের ছেলে সেইখোলেন হাওকিপকে গ্রেফতার করা হয়।
|
টাকা দিয়ে পদ পঞ্চায়েত প্রধানের |
টাকা দিয়ে গ্রামের পঞ্চায়েত প্রধান হয়েছেন মহালক্ষ্মী। তাঁর দাবি, গ্রামের রামমন্দিরের পুনর্নির্মাণের কাজে প্রায় ৮ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় করেছেন তিনি। এবং তার বদলে পেয়েছেন পঞ্চায়েত প্রধানের পদ। অন্ধ্রপ্রদেশের গুণ্টুর জেলার শিবাল্যপুরম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অন্ধ্রপ্রদেশ নির্বাচন কমিশনের তালিকায় এমন ২৬টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, যেখানে পঞ্চায়েত প্রধান নির্বাচনের নামে চলে নিলাম। সেখানে সব চেয়ে বেশি টাকা যিনি দিতে পারেন তিনিই ‘কিনে নেন’ প্রধানের পদ। নির্বাচন কমিশন এই মর্মে এফআইআর নিয়েছে। ওই নিলামের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ধরাও পড়েছে।
|
বাবা ও সৎ-মায়ের অত্যাচারে কোমায় |
বাবা আর সৎ মায়ের হাতে অত্যাচারিত হয়ে দিন চারেক আগে কোট্টায়াম মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিল এক বছর পাঁচেকের শিশু। চিকিৎসকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। আপাতত ‘কোমা’য় রয়েছে সে। চিকিৎসকদের দাবি, তার মস্তিষ্কে ৭৫ শতাংশ আঘাত রয়েছে। এ ছাড়া তার পায়ের তিনটি হাড় ভেঙে গিয়েছে। ক্ষত রয়েছে হাতেও। বুকে রয়েছে ঘুষির দাগ। বৃহস্পতিবার শিশুটির নিজের মা হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন। তবে অন্য কোনও আত্মীয়কে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার তার দায়িত্ব নিয়েছে। তার বাবা শেরিফ এবং সৎ মা অনীষার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রুজু করা হয়েছে।
|
সংসদের সঙ্গে দ্বন্দ্ব নেই আদালতের |
সংসদের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই বিচার বিভাগের, স্পষ্ট জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবীর। বৃহস্পতিবার তিনি বলেন, যে সব ক্ষেত্রে সংসদ নিজের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে শুধুমাত্র সে সব ক্ষেত্রেই কিছু নির্দেশ জারি করেছে বিচার বিভাগ। কেউ যদি নিজের কর্তব্য পালন না করে, তা হলে তাকে কাজ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা এবং অধিকার বিচার বিভাগের রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে অন্যের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে বা তার অধিকার খর্ব করা হচ্ছে।
|
গঢ়বালে ফের বন্যার আশঙ্কা |
ভারী বর্ষণ থামছে না গঢ়বালে। গত দু’দিনের প্রবল বৃষ্টিতে নদীগুলির জল বেড়ে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গঙ্গা ছাড়া কোশী ও যমুনার জলও বেড়েছে। দেহরাদূনের অতিরিক্ত জেলাশাসক এস এস মার্তোলিয়া জানিয়েছেন, গঙ্গা হঠাৎ গতি পরিবর্তন করায় হৃষীকেশের বিড়লা গেস্টহাউসটি মঙ্গলবার পাড় ভেঙে তলিয়ে গিয়েছে। কর্মীদের আগেই সরিয়ে নেওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে প্রায় ২০ একর জমি ভাঙনের কবলে। মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা টিহরি জেলার নানা এলাকা ঘুরে ত্রাণ-কাজ তদারকি করেন। নিখোঁজ ১৪ জন পুলিশের পরিজনদের সাড়ে ১৭ লক্ষ করে, তিন দমকল কর্মীর পরিবারকে সাড়ে ১২ লক্ষ করে এবং এক হোমগার্ডের পরিবারকে ১০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। |
|