বিএসএফ ও জনতার সংঘর্ষে নিহত ৬ |
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
বিএসএফ ছাউনিতে ক্ষুব্ধ জনতার হামলার জেরে আজ প্রাণ হারালেন ছ’জন। জম্মুর রামবন জেলার ঘটনা। বিএসএফ অফিসারদের পাশাপাশি আহত মোট ৪৪ জন।
বিএসএফ-জনতা সংঘর্ষের সময় পাথর ছোড়া হয়। চলে গুলি। জনতার অভিযোগের তির বিএসএফ অফিসারদের দিকেই। তবে বিএসএফের দাবি, তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে। প্রথমে যথেষ্ট নিয়ন্ত্রণ দেখালেও, উত্তেজিত জনতা তাদের অস্ত্র এবং গোলাগুলি রাখার গুদামে ঢুকে তছনছের চেষ্টা করায় গুলি চালানো হয়।
জম্মুতে বিএসএফের আইজি রাজীব কৃষ্ণ বলেন, গত কাল রাত পৌনে দশটা নাগাদ রামবনের দারসু নালা সেতু এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। বিএসএফ জওয়ানরা তাকে বাধা দিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশকে ঘটনাটি জানায় বিএসএফ। |
|
রামবনের ঘটনার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ। ছবি: এএফপি |
আইজি-র দাবি, আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ পুলিশ ওই ঘটনারই তদন্ত করছিল। তখন হঠাৎ সাত-আটশো লোক এসে হামলা চালায় বিএসএফ ছাউনিতে। পাথর ছোড়ে। আহত হন এক কনস্টেবল। জনতার মধ্যে থেকে প্রথমে গুলি ছোড়া হয় বলে অভিযোগ রাজীবের। তাতে এক জন বিএসএফ জওয়ান আহত হন। তখনও তাদের তরফে কিছু করা হয়নি বলে দাবি। অস্ত্রের ভাণ্ডারের দিকে জনতা এগোতে চাইলে গুলি ছোড়ে বিএসএফ। এই ঘটনার পরে রামবন-সহ জম্মুর বেশ কয়েকটি এলাকায় কার্ফু জারি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। |
|