এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর মৃতদেহ পাওয়া গেল বাঙালি-ব্রিটিশ অভিনেতা পল ভট্টাচার্যের। ইস্ট সাসেক্স এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ৫৩ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
|
পল ভট্টাচার্য |
চলতি মাসের ১০ তারিখে সন্ধে ছ’টা নাগাদ শেষ দেখা গিয়েছিল গৌতম ওরফে পল ভট্টাচার্যকে। সে দিনের সিসিটিভি ফুটেজে তাঁকে লন্ডনের স্লোয়ান স্কোয়ারের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে বেরিয়ে টিউব স্টেশনে ঢুকতে দেখা যায়। ওই রাতেই ৯টা নাগাদ বান্ধবীকে এসএমএস করেছিলেন পল। ঘনিষ্ঠরা জানিয়েছেন, সেই এসএমএস বা পলের আচরণে অস্বাভাবিক কিছু দেখতে পাননি তাঁরা। এক সপ্তাহ ধরে পলের খোঁজ না পেয়ে টুইটার ও অন্য সোশ্যাল সাইটগুলিতে আবেদন জানানো হয় পলের পরিবার, বন্ধু-বান্ধব ও পুলিশের তরফে। গত কাল সাসেক্স পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডকে জানায়, শুক্রবার উদ্ধার হওয়া একটি মৃতদেহের সঙ্গে পলের মিল পাওয়া যাচ্ছে। এর পর পরিবারের লোকেরা গিয়ে দেহ শনাক্ত করেন।
জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’ ছাড়াও ‘দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল’, ‘হোয়াইট টিথ’, ‘ডার্টি প্রিটি থিংস’-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন পল। তবে মূলত মঞ্চ অভিনেতা হিসেবেই বিখ্যাত ছিলেন। ‘রয়্যাল কোর্ট’-এর এই অভিনেতা ভারতীয় বংশোদ্ভূত তথা বাঙালি হলেও ব্রিটিশ বা ইউরোপীয়ের চরিত্রেও দাপটে অভিনয় করেছেন। কাছের বন্ধুরা সকলেই জানিয়েছেন, সুন্দর ব্যবহারের জন্য নতুন অভিনেতাদের মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন পল। কেন তিনি আত্মহত্যা করতে যাবেন, সেটাই কারও বোধগম্য হচ্ছে না। পলের পারিবারিক কোনও অশান্তি ছিল বলেও জানা যায়নি।
২৪ বছরের ছেলে রাহুল ভট্টাচার্য বলেছেন, “বাবার চরিত্রের সঙ্গে ব্যাপারটা একেবারেই মিলছে না। তাঁর অভিনয় জীবন থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক চলছিল। আমি জানি না এটা কেন ঘটল।”
|
গ্যালিওন কাণ্ডে অভিযুক্ত রজত গুপ্তকে ১.৩৯ কোটি ডলার জরিমানা করল নিউ ইয়র্ক জেলা আদালত। তিনি আর কখনও শেয়ার বাজারে নথিভুক্ত কোনও সংস্থার ডিরেক্টর বা অফিসার পদে যোগ দিতে পারবেন না বলেও জানিয়েছে তারা।
পুরনো খবর: রজত গুপ্তকে ২ বছরের কারাদণ্ড মার্কিন কোর্টের |