ফিরে এসো, মালালাকে চিঠি তালিবান জঙ্গির
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
আশ্চর্যজনক হলেও ঘটনাটি সত্যি। যারা একদিন প্রাণনাশ করতে গিয়েছিল, তারাই এ বার বলছে দেশে ফিরে এসো। মাদ্রাসায় পড়াশোনা করো। আমরা বাধা দেব না পাকিস্তানের সোয়াট উপত্যকার সাহসিনী মালালা ইউসুফজাইয়ের উদ্দেশে এই বার্তা তালিবানের। আদনান রশিদ নামে এক তালিবান জঙ্গি দু’হাজার শব্দের একটি চিঠিতে লিখেছে: ‘বাড়ি ফিরে এসো। ইসলামি আর পাখতুন সংস্কৃতিকে রক্ষা কর। বাড়ির কাছাকাছি মেয়েদের কোনও মাদ্রাসায় যোগ দাও। পড়ো। কলম ধরো ইসলামের জন্য। নতুন পৃথিবী তৈরির নামে যারা আমাদের দাসে পরিণত করতে চায়, তাদের ষড়যন্ত্র ফাঁস করে দাও।’ দু’হাজার শব্দের ওই চিঠি লেখা হয়েছিল ১৫ জুলাই। কোথা থেকে সেটি পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে হত্যার চেষ্টা করেছিল তালিবান জঙ্গি আদনান রশিদ। আগে সে বায়ুসেনার কর্মী ছিল। মালালাকে যারা আক্রমণ করেছে, তাদের মুখে উল্টো সুর কেন? রশিদের জবাব: মালালা স্কুলে যায় বা পড়াশোনা ভালবাসে বলে ওর উপরে হামলা হয়নি। তালিবান শিক্ষা বা মহিলাদের বিরুদ্ধে নয়। কিন্তু মালালা যা লিখেছে, তাতে ইসলামের অবমাননা হয়েছে। মালালা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেটা করেছে।
তাই হামলা হয়েছিল।
পুরনো খবর: তালিবানের গুলি সাহস বাড়িয়েছে, জানালেন মালালা |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা
সংবাদসংস্থা • বুদাপেস্ট |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা পাওয়া গেল বুদাপেস্টের একটি নির্মীয়মাণ অ্যাপার্টমেন্টের তলায়। ৫০ কেজি ওজনের ওই বোমাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরেই ওই এলাকার দেড় হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।
|
নিখোঁজ ভারতীয় অভিনেতা
সংবাদসংস্থা • লন্ডন |
প্রায় সপ্তাহখানেক খোঁজ নেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা গৌতম পল ভট্টাচার্যের। ক্যাসিনো রয়্যালের মতো বন্ড ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। স্কটল্যান্ড ইয়ার্ডের তরফে জানানো হয়েছে, ১০ জুলাই নাটকের মহড়া দিয়ে বেরিয়ে বান্ধবীকে একটি মেসেজ করেন গৌতম। তার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। |