টুকরো খবর
পানীয় জলের সঙ্কটে মৌজুরি
পানীয় জলের সঙ্কটে ভুগছেন আসানসোল পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মৌজুরি গ্রামের বাসিন্দারা। গ্রামের বেশিরভাগ বাসিন্দাই মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ায় রমজান মাসে সমস্যায় পড়েছেন তাঁরা। সম্প্রতি তাঁরা আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে একটি স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অবস্থার বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। স্থানীয় বাউড়ি পাড়া, মুসলিম পাড়া ও খ্রীষ্টান পাড়ার বাসিন্দারা বৃহস্পতিবার জানান, এলাকার পুকুরের জল এতটাই অপরিষ্কার যে তা কোনওভাবেই ব্যবহার করা যায় না। প্রায় তিনশো বাসিন্দা এই এলাকায় থাকলেও একটিও গভীর নলকূপ নেই। পুরসভার জল সরবরাহের জন্য যে পাইপলাইন আছে, তা থেকেও প্রায় পাঁচ মাস ধরে জল পড়ছে না বলে অভিযোগ। ফলে দুই থেকে আড়াই কিলোমিটার পথ পেরিয়ে স্থানীয় নীল কারখানা সংলগ্ন এলাকা থেকে জল বয়ে আনতে হচ্ছে। শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, পুরসভার জল সরবরাহের পাইপলাইন থেকে কেন জল পড়ছে না, তা পুরসভার বাস্তুকারকে এলাকায় পাঠিয়ে সরেজমিনে পরীক্ষা করে দেখা হবে। যত দ্রুত সম্ভব এই পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা হচ্ছে। কিন্তু উৎসবের দিনগুলিতে পানীয় জলের এই তীব্র সংকটের কীভাবে মোকাবিলা করা হবে তা জানতে চাওয়া হলে জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম জানান, এলাকায় প্রতিদিন তিন ট্যাঙ্ক করে জল পাঠানো হবে।

ঘরে রক্তাক্ত দেহ
বাড়ি থেকে শিবকুমার সেন (৩৪) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রানিগঞ্জের তেওয়ারিডাঙার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দরজা খুলতে না দেখে প্রতিবেশীরা তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে একটি ছুরি এবং বাড়ির সামনের একটি নর্দমা থেকে কার্বলিক অ্যাসিডের একটি বোতল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না বলে পুলিশ জানায়।

শিক্ষকদের শিবির
উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত এবং প্রশিক্ষিত নন, এমন শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আসানসোলে একটি কর্মশালার আয়োজন হল বৃহস্পতিবার। মহকুমার ১৫০টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৬৩ জন প্রতিনিধি কর্মশালায় যোগ দেন। এ দিন আসানসোলের বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারাও যোগ দিয়েছিলেন। অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক অসিত হাজরা এ দিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন। তিনি জানান, প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ছাড়া অন্যদের উচ্চ প্রাথমিক স্কুলে পড়ানোর মান্যতা দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে কেন প্রশিক্ষণ নেওয়া জরুরি তা এ দিন ব্যাখ্যা করা হয়।

ডুবে মৃত্যু মহিলার
ডুবে মৃত্যু হয়েছে এক মহিলার। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর ব্যারাজের কাছে একটি ক্যানেলে ঘটনাটি ঘটে। মৃতার নাম রুমা বাল্মিকী (৩১)। বাড়ি ডিপিএল কলোনিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আচমকা তিনি জলে ঝাঁপ দেন। স্থানীয় কয়েকজনের চেষ্টায় তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তিনি মারা যান। পুলিশের অনুমান, মানসিক অবসাদে ওই মহিলা আত্মঘাতী হন।

দুর্ঘটনায় মৃত
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হল সঞ্জয় চৌবে (৭৫) নামে এক জনের। তিনি মিহিজাম এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রূপনারায়ণপুর স্টেশনে মজফরপুরগামী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে তিনি চাপতে গিয়ে পড়ে যান।

কোথায় কী

দুর্গাপুর

ফুটবল প্রতিযোগিতা। ডিপিএসএ মাঠ। বিকাল ৪টা। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

রথযাত্রা উপলক্ষে মেলা। মেলা প্রাঙ্গন। সন্ধ্যা ৬টা। রথযাত্রা উৎসব ও সমাজকল্যাণ সমিতি।

আসানসোল

রামনাম সংকীর্তন। বিকাল ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।

ফুটবল। আসানসোল স্টেডিয়াম। বিকাল ৪টা। প্রগতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.