জিতল নবসূর্য
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবার নবসূর্য এসসিসি ৬-১ গোলে ডিএসপিএসএকে হারায়। বিজয়ী দলের হয়ে গৌরব রায় তিনটি, বাচ্চু দত্ত ২ টি ও বিশ্বজিৎ দাশগুপ্ত একটি গোল করেন। ডিএসপিএসএর হয়ে প্রণব মিত্র গোল করেন।
|
জয়ী সিএডব্লিউ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রগতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জিতল সিএডব্লিউ। আসানসোল স্টেডিয়ামে তারা সেল আইএসপিকে ১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। গোল করেন শৌভিক চক্রবর্তী। ম্যাচের সেরা বিজয়ী দলের গুরপিত সিংহ।
|
অমীমাংসিত ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবার এএসপি মাঠে তানসেন এসি ও ভারতী ভলিবল ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। তানসেনের হয়ে কৌশিক বাউড়ি ও ভারতীয় আনিত টুডু গোল করেন।
|
অনূর্ধ্ব ১৪ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবার নবদিগন্ত মাঠে আইএন দিশারী সঙ্ঘ ও বিধাননগর সেক্টর ২সির খেলা গোলশূণ্য ভাবে শেষ হয়। |