সিপিএম কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চার জনের অভিযোগ দায়ের হল। বুধবার ওই সিপিএম কর্মীর ছেলে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটির পিছনে রাজনৈতিক কারণ থাকার অভিযোগও উঠে আসে। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনও গোলমালের জেরেই ঘটনাটি ঘটে।পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে দক্ষিণ মারিয়া এলাকার বাসিন্দা মহতাব আলি নামে ওই সিপিএম কর্মী বাড়ির পাশে রাস্তার ধারে কয়েকজন সিপিএম সমর্থকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুটি বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে উত্তর মাড়িয়ার দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। মহতাববাবুর ডান হাতে ও ডান পায়ে দুটি করে গুলি লাগে। জেলা পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। টাকা-পয়সা নেলদেন নিয়ে বিবাদের জেরেই দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টা করেছে। চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”
|
পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৩টি শিশুর। বুধবার বিকালে ইসলামপুর শহরের পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নয়াবস্তি এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃতেরা হল আক্রামূল হুসেন (৮), পারভিনা খাতুন (৯) এবং হান্নান আবদুল (৫)। হান্নান ও পারভিনা সম্পর্কে ভাইবোন। আক্রামূল পড়শি। বিকাল সাড়ে ৪টে নাগাদ তিন জনকেই এলাকার এক পুকুরে ভাসতে দেখেন বাসিন্দারা। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “এক সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে গিয়েছিলাম।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” এলাকার বাসিন্দারা জানান, বিকালে তিনজনই এক সঙ্গে খেলা করছিল। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় পুকুরে গিয়ে ঝাপাঝাপি করে স্নান শুরু করে। তারা কেউ সাঁতার জানত না। কিছুক্ষণের মধ্যেই তিনজন তলিয়ে যায়। এলাকার এক কিশোরী রাহিনা খাতুন জলের উপর তিনজনকে ভাসতে দেখে বাসিন্দাদের খবর দেয়। বাসিন্দারা তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
|
হলদিবাড়ির বক্সিবিবিগঞ্জে তিস্তার পার থেকে গুয়াহাটির বাসিন্দা এক কিশোরকে উদ্ধার করেন বাসিন্দারা। বুধবার কিশোরকে হলদিবাড়ি চাইল্ড লাইনের হাতে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই কিশোরের নাম দীপক রায়। সে অসংলগ্ন কথা বললেও পুলিশের অনুমান, সে কোনও ভাবে এনজেপি থেকে ট্রেনে হলদিবাড়িতে আসে। তারপর হেঁটে ৫ কিলোমিটার দূরে বক্সিবিবিগঞ্জে যায়। মঙ্গলবার দুপুরে তিস্তায় জলে ভেসে আসা কাঠ ধরতে গিয়েছিলেন লক্ষী মণ্ডল-সহ কয়েকজন বধূ। নদীপারে ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।
|
ছোট গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হন আরও একজন। বুধবার দুপুরে চোপড়া থানার খুনিয়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম হানরু দেবনাথ (৬১)। তাঁর বাড়ি ওই এলাকাতে। পাট জলে ধুতে গিয়ে তিনি রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ইসলামপুরগামী এক ছোট গাড়ি তাঁকে ধাক্কা মারে। |