উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করাতে বিএসএফ, বিহার পুলিশ ও লাগোয়া মালদহ এবং দার্জিলিং জেলা পুলিশের সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন। বুধবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় মাল্টিপারপাস হলে ওই বৈঠক হয়। প্রসঙ্গত, জেলায় ২৪০ কিলোমিটার বিহার ও ২২৭ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে। এ ছাড়াও ৩০ কিলোমিটার দূরে মালদহ সীমান্ত ও ১২০ কিলোমিটারের মধ্যে দার্জিলিং সীমান্ত রয়েছে। বিহার ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ৪০০টি বুথ রয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ কর্তাদের বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বেআইনি মদ উদ্ধার করতে বলা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন হোটেল, অনুষ্ঠান ভবন অথবা বড় কোনও জায়গায় বিনা কারণে যাতে জমায়েত না হয় সে দিকেও পুলিশকে নজর রাখতে বলা হয়েছে।” |
জেলার বিভিন্ন এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখন্ডে কয়েক হাজার ভোটার আছেন। তাঁদের ভোট দিতে যাতে সমস্যা না হয় তার জন্য বিএসএফকে নির্বাচনের দিন সকাল ৯টা বিকাল ৫টা সীমান্তের গেট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশকে এবং বিহারের লাগোয়া এলাকায় বিহার পুলিশ ও জেলা পুলিশযৌথ অভিযান চালাবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে। |