টুকরো খবর
মন্ত্রীকে ক্ষোভ বাসিন্দাদের
তাঁর নিজের বিধানসভা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা সহ নানা সমস্যা নিয়ে মানুষের মধ্যে কতটা ক্ষোভ জমেছে তা টের পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার দুপুরে ডাবগ্রাম-১ এর রাজ ফাঁপড়ি এলাকায় গিয়ে মন্ত্রী বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তাতে এলাকাবাসীর ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। এর পরে রাজ ফাঁপড়ি এলাকা ঘুরে তৃণমূলের প্রার্থী পার্বতী তামাংয়ের সমর্থন দাবিতে মিছিল করেন। তিনি বলেন, “ভোটের প্রচারে এসেছি বলে প্রতিশ্রুতি দিতে চাই না। জেতার জন্য মিথ্যে কথাও বলব না। সর্বত্র যে ভাবেই হোক জিততে হবে এমন মনোভাব আমাদের নেই। জবরদস্তি এলাকা দখলের নীতিতে আমরা বিশ্বাসী নই।” এদিন গৌতমবাবু রাজ ফাঁপড়িতে গেলে পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় কোনও নিকাশি নালা নেই। ফলে বৃষ্টি হলেই জল জমে যায়। শালুগাড়া থেকে যাতায়াতের মূল রাস্তাটি বেহাল। সেখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়ে তাঁরা স্মারকলিপি দেন মন্ত্রীকে। গৌতমবাবু বলেন, “এত দিন কোনও কাজ হয়নি। আমি এত তাড়াতাড়ি সব সমস্যা সমাধান করতে পারব না। ভোটের পরে সমস্যার সমাধানের চেষ্টা অবশ্যই করব।”

বন্ধ চা বাগান, বিপাকে কর্মীরা
চা বাগানের জমির মালিকানা নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছে নকশালবাড়ির বিজয়নগর চা বাগান। ১৫ জুলাই বাগান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জমি সমস্যা না মিটলে বাগান খুলবে না বলে জানিয়ে দেন। ফলে বিপাকে পড়েছেন ৯০০ জন শ্রমিক ও কর্মী। শ্রমিক সংগঠনের একাংশের অভিযোগ, ওই বাগানের কয়েকজন স্থায়ী কর্মী টাকা নিয়েও জমির মালিকানা না ছাড়তে চাইছেন না। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পাহারা রয়েছে। আইএনটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “১৯৯৩ সালে ২২ একর জমি বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কেনেন বিজয়নগর বাগান কর্তৃপক্ষ। সেই সব জমির মালিকদের তার বিনিময়ে অর্থ ও চাকরিও দেওয়া হয়েছে। কয়েকজন টাকা নিয়েও ফের নিজেদের মালিকানা দাবি করছেন বলে অভিযোগ।” বাগানের ম্যানেজার অমিতাভ রায় জানান, ১২ হাজার টাকা একর হিসেবে ১৯৯৩ সালে মোট ২২ একর জমি কেনেন কর্তৃপক্ষ। এখন ফের আড়াল থেকে জমি ব্যবসায়ীদের একটি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠায় সমস্যা বেড়েছে বলে তিনি দাবি করেন। ২২ জুলাই মহকুমাশাসকের কাছে শ্রমিকরা স্মারকলিপি দেবেন।

সাহায্যে জওয়ানেরা
উত্তরাখন্ডের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সশস্ত্র সীমা বলের তরফে ১ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ১৩৭ টাকার ডিমান্ড ড্রাফট দেওয়া হল। এ দিন সেখানকার মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার কাছে ডিমান্ড ড্রাফটটি পাঠান রানিখেত ফ্রন্টিয়ার এর ইন্সপেক্টর জেনারেল শ্যাম সিং। এছাড়াও উপস্থিত ছিলেন, সশস্ত্র সীমা বল অ্যাকাডেমির ডিরেক্টর এস বন্দ্যোপাধ্যায়। এসএসবি এর জওয়ানরা নিজেদের বেতনের এক দিনের টাকা সংগ্রহ করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছেন।

মোটরবাইক চুরি, ধৃত প্রাক্তন প্রধান
মোটরবাইক চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক সিপিএম নেতা তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বাগডোগরায়। একটি বাইক চুরির তদন্তে এলাকার বাসিন্দা বিনোদ দাসকে প্রথমে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। তাকে জেরা করে পুলিশ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান নারায়ণ কর্মকারের মালিকানাধীন একটি গ্যারাজ থেকে মোটরবাইকটি উদ্ধার করে। গ্রেফতার করা হয় ভাঙাচোরা লোহার ব্যবসায়ী নারায়ণবাবুকেও। তাঁকে ধরতে গিয়ে বাসিন্দাদের একাংশের বাধার মুখেও পড়ে পুলিশ। সিপিএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, “নারায়ণবাবু দলের দীর্ঘদিনের কর্মী। উনি এ কাজে যুক্ত বলে মনে হয় না। ভুলবশত কেউ মোটরবাইকটি ওই গ্যারাজে রাখতে পারে। পুলিশ তা খতিয়ে দেখুক।”

ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ
পরিচয় পত্রের নম্বর এবং নাম ভুল রয়েছে বলে মিথ্যে অভিযোগ তুলে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চার জন শ্রমিককে। বুধবার নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে কিসানগঞ্জের কাছে ঘটনাটি ঘটেছে। খড়িবাড়ির বাসিন্দা শ্রীনাথ বর্মন এবং তাঁর সঙ্গে থাকা অপর তিন শ্রমিক শিলিগুড়ি থেকে ওই ট্রেনে আনন্দ বিহার যাচ্ছিলেন। অভিযোগ, ট্রেনের টিটি তাদের টিকিট পরীক্ষা করে জানান নাম এবং পরিচয় পত্রের নম্বর মিলছে না। মাথা পিছু সে কারণে তাঁরা ৮০০ টাকা করে জরিমানা ধার্য করেন। পরিচয়পত্রের নম্বর, নাম ঠিক রয়েছে বলে জানিয়ে তারা টাকা দিতে চাননি। তাতে আলুয়াবাড়ি এবং কিসানগঞ্জের মাঝে তাঁদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে ফিরে এসে তারা নিউ জলপাইগুড়ি স্টেশনের এরিয়া ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জানান। এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “অভিযোগ পেয়েছি। ওই ব্যক্তিদের সঙ্গে সঠিক পরিচয় পত্র ছিল না বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।”

পথ বেহাল
ওয়ার্ডের রাস্তা বেহাল হয়ে পড়েছে। নেই পথ বাতি এই দাবিতে বুধবার ডেপুটি মেয়রকে স্মারকলিপি দিল ২৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যরা। কমিটির সদস্য বিমলেশ ভৌমিক বলেন, “এলাকার আচার্য প্রফুল্ল চন্দ্র সরণি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পথ বাতিও নেই। বারবার কাউন্সিলরকে বলা হলেও কোনও কাজ হয়নি।” এ দিন রাস্তা মেরামতি ও পথবাতির দাবি জানান নিজেদের দলেরই ডেপুটি মেয়রকে। সবিতা দেবী অগ্রবাল বলেন, “আজকেই ওই ব্যবস্থা করা হবে।”

মৃত তিন জন
নয়ানজুলিতে উল্টে যাওয়া গাড়ি ক্রেন দিয়ে টেনে তোলার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় তিন জনের মৃত্যু হল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্রহ্মপুর সার্করোডে। পুলিশ জানিয়েছে, মৃত এক জনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম কমল রায় (২২)। তিনি ময়নাগুড়ির বাসিন্দা, ক্রেনের কর্মী। এদিন ময়নাগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা যাওয়ার পথে শুকনো মাছ বোঝাই একটি ট্রাক প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ-খুঁটিতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। চালক ও খালাসি ক্রেন এনে তোলার ব্যবস্থা করেন। ওই সময় একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনে ধাক্কা মারলে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পক্ষপাতের নালিশ
বাগডোগরা বিমানবন্দর চত্বরে থাকা প্রিপেড ট্যাক্সি বুথের বরাত দিতে টেন্ডার প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বুধবার টেন্ডার খোলা হলে দরপত্র যাঁরা জমা দিয়েছেন তাঁদের একাংশ প্রশ্ন তোলেন, কর্তৃপক্ষ নিজেদের লোকদের বরাত পাইয়ে দিতে সক্রিয়। তা নিয়ে এ দিন গোলমালও বাঁধে। তার জেরে ওই টেন্ডার প্রক্রিয়া এ দিন বাতিল করা হয়। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণ কিশোর ভৌমিক বলেন, “পক্ষপাতিত্বের অভিযোগ ঠিক নয়। নিরপেক্ষ ভাবে বরাত দিতেই নিয়ম মেনে টেন্ডার করা হয়েছে। তবে অনির্বার্য কারণে টেন্ডার বাতিল করা হয়েছে। ফের তা ডাকা হবে।”

স্কুলে চুরি
তালা ভেঙে অফিস ঘরে ঢুকে মিডডে মিলের রান্না করার বাসনপত্র, কাসার ঘণ্টা, ঘড়ি হাতিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলে। দুস্কৃতীরা বেশ কয়েকটি আলমারির তালাও ভাঙ্গে। স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় জানান, ফাইলপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.