ভোটের ডায়েরি

নির্দলের সঙ্গে যুদ্ধ তৃণমূলের
বালুরঘাটের নাজিরপুর পঞ্চায়েতে কইগ্রাম সংসদ আসনটিতে এ বারে তৃণমূলের প্রার্থীর সঙ্গে নির্দল প্রার্থীর লড়াই। তৃণমূলের প্রার্থী পরিতোষ বর্মনের বিরুদ্ধে কৌশল করে সি পি এম, কংগ্রেস, বিজেপি সহ কোনও দল প্রার্থী দেয়নি বলে জানা গিয়েছে। সকলে মিলে নির্দল প্রার্থী নবীন বর্মনকে সমর্থন দিয়ে দাঁড় করিয়েছেন বলে রাজনৈতিক সূত্রের খবর। নির্দল প্রার্থী নবীনবাবু তা মানতে চাননি। তৃণমূল নেতা বিভাস চট্টোপাধ্যায়ের দাবি, বিগত ৩৫ বছর ধরে নাজিরপুর পঞ্চায়েত বামেদের দখলে। কইগ্রাম আসন ১০ বছর সিপিএমের দখলে। আসনটিতে তারা প্রার্থী দিতে পারবেন না, এমন নয়। তাঁর কটাক্ষ, তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের মহাঘোঁট।

কমিশনকে আক্রমণ
ডুয়ার্সে প্রচারে এসে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের জন্য রাজ্যে যে উন্নয়ন হয়নি সে কথাও তুলে ধরেন তিনি। বুধবার বিকেল তিনটে নাগাদ ভারত ভুটান সীমান্ত জয়গাঁর নেতাজি সুভাষ রোডে তৃণমূল সভায় তিনি উন্নয়ন নিয়ে কোনও কথা না বলে রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা করেন। মীরা পাণ্ডের নাম না করে সুব্রতবাবু বলেছেন, “পঞ্চায়েত ভোট বন্ধের জন্য কমিশন কিছু রাজনৈতিক দলের সাথে চক্রান্ত করেছিল। দীর্ঘ সময় হাইকোর্টে মামলা করেভোট বন্ধের চেষ্টা হয়েছে।” তিনি জানান, তৃণমূল সরকার অল্প সময়ে রাজ্য জুড়ে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছে। এই উন্নয়নকে আরও এগিয়ে নিতে ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে।

মৃত্যুতে ভোট স্থগিত
প্রার্থীর মৃত্যুতে কোচবিহারের একটি গ্রাম পঞ্চায়েত আসনের ভোট স্থগিত করল প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, মাথাভাঙার জোরপাটকি পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী ইন্দ্রচন্দ্র রায় -এর মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরোনোর পরে মৃত্যু হয়। সে জন্য ওই গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক সুপ্রিয় দাস বলেছেন, “একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনে ভোট স্থগিত থাকছে।” কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্দ্রবাবু মারা যান।

পুলিশেই নজরদারি
পঞ্চায়েত ভোটে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নিয়েছে ইসলামপুরের পুলিশ প্রশাসন। রাতে চলছে পুলিশি টহল। শহর লাগোয়া পঞ্চায়েত এলাকার হোক বা সীমান্তবর্তী এলাকা, সর্বত্র নজরদারি চলছে। নির্বাচনের আগে শান্তি বজায় রাখতে বেশির ভাগ এলাকায় রাতে সাদা পোশাকে পুলিশ ঘুরছে। কোথাও কিছু খবর থাকলে পুলিশ আধিকারিকেরাও এলাকাতে তল্লাশি চালাচ্ছেন। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেছেন, “এলাকাতে শান্তি বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।”

দলের ইচ্ছায় ভোটে
পঞ্চায়েত সমিতির সভাপতি এ বার গ্রাম পঞ্চায়েত প্রার্থী। উত্তর দিনাজপুরে গোয়ালপোখর ১ সমিতি সভাপতি কংগ্রেসের নেত্রী অনিতা পাল এ বার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। এ বার তিনি প্রার্থী হয়েছেন সাহাপুরের পাল পাড়া থেকে। তবে এলাকার মানুষেরা অনেকেই সেই বিষয়টি ভাল চোখে নেয়নি বলে খবর। এলাকার অনেকেই ভেবেছিলেন তিনি এবার জেলা পরিষদের প্রার্থী হবেন। অনিতা দেবী বলেন, “এ বারে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল না। তবে শেষ মুহূর্তে দলের সিদ্ধান্ত মেনেই এ এলাকার আসনটির জন্য আমাকেই দাঁড়াতে হল।”

পথ নাটিকায় প্রচার
পথ নাটিকার মাধ্যমে দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচার শুরু করেছে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিভিন্ন এলাকায় নাটকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে সংগঠন প্রচার চালাচ্ছে। প্রচার চলছে কুশমন্ডি এবং মহিপাল এলাকাতেও। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দিব্যেন্দু সমাজদার জানান, বালুরঘাটের নিষাদ নাট্যগোষ্ঠী এবং শিক্ষকদের উদ্যোগে পথ নাটিকার মাধ্যমে জেলা জুড়ে পঞ্চায়েত ভোটের প্রচার চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.